Ajker Patrika

রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ২ জনকে জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দক্ষিণ হিংগলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, রাউজান পৌরসভার নয় ওয়ার্ডের কাজীপাড়া, রশিদরপাড়া, জয়নগর বড়ুয়াপাড়া, আইলীখীল, মেলুয়া এলাকায় কৃষিজমি ও পাহাড় টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করেছে মাটি কাটা চক্র। সন্ধ্যার পর থেকে শুরু হয় মাটি কাটা। পরিবহনের সময় শত শত ট্রাক থেকে মাটি পড়ে গ্রামীণ সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। আর সারা রাত মাটি পরিবহনের কারণে গাড়ির শব্দে মানুষের ঘুমের ব্যাঘাত হয়। এ অবস্থায় হালকা বৃষ্টি হলেই সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়বে।

উপজেলার দক্ষিণ হিংগলায় পানি চলাচলের পথ আটকে মাটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা এ বিষয়ে একাধিকবার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমাকে জানান। এই অভিযোগ পেয়ে অংছিং মারমা গতকাল বুধবার রাতে অভিযান পরিচালনা করেন।

অংছিং মারমা জানান, দক্ষিণ হিংগলায় অভিযান চালিয়ে মাটিভর্তি ট্রাক আটক করা হয়। অভিযানের খবর শুনে মাটিভর্তি কয়েকটি ট্রাক সড়কে মাটি ফেলে পালিয়ে যায় এবং এর সঙ্গে জড়িত চক্র মাটি কাটা বন্ধ করে।

অংছিং মারমা আরও জানান, অভিযানে দক্ষিণ হিংগলায় পানি চলাচলের পথ বন্ধ করে কৃষিজমি ভরাট করায় কবির আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা এবং আটক মাটিভর্তি ট্রাকচালক মোরশেদুল আলম হৃদয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত