চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার নাউরি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারের পর শাহজাহানকে নিজ থানায় না রেখে কেন সদর মডেল থানায় আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুর থানায় আনার কোনো কারণ নেই। এমনিতেই আনা হয়েছে।’ নিজ থানায় রাখলে নিরাপত্তা সমস্যা আছে কি না, এমন প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার নাউরি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারের পর শাহজাহানকে নিজ থানায় না রেখে কেন সদর মডেল থানায় আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুর থানায় আনার কোনো কারণ নেই। এমনিতেই আনা হয়েছে।’ নিজ থানায় রাখলে নিরাপত্তা সমস্যা আছে কি না, এমন প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৮ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫