গোপালগঞ্জ প্রতিনিধি
টিউশনির কথা বলে বাসায় ডেকে নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর আলমগীর হোসেন (৪৫) নামের এক আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার র্যাব-৬-এর মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও সদর থানাধীন পাঁচুড়িয়া এলাকার শামসুল হক রোডের বাসিন্দা।
তারেক আমান বান্না বলেন, কয়েক মাস আগে আসামির সঙ্গে ভুক্তভোগীর গণপরিবহনে পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে নেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে টিউশনি দেওয়ার কথা বলে আলমগীর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে আলমগীরের পরিবারের অন্য সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর। এ সময় ওই ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মামলার পর আসামিকে ধরতে র্যাব অভিযান শুরু করে। গতকাল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
টিউশনির কথা বলে বাসায় ডেকে নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর আলমগীর হোসেন (৪৫) নামের এক আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার র্যাব-৬-এর মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও সদর থানাধীন পাঁচুড়িয়া এলাকার শামসুল হক রোডের বাসিন্দা।
তারেক আমান বান্না বলেন, কয়েক মাস আগে আসামির সঙ্গে ভুক্তভোগীর গণপরিবহনে পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে নেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে টিউশনি দেওয়ার কথা বলে আলমগীর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে আলমগীরের পরিবারের অন্য সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর। এ সময় ওই ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মামলার পর আসামিকে ধরতে র্যাব অভিযান শুরু করে। গতকাল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে