গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সদর উপজেলার একটি আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আমবাগানে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গাজীপুর পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান জানান, ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। সার্ভারে সমস্যা থাকায় পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, লাশের পরনে সবুজ ও হলুদ রঙের ম্যাক্সি জাতীয় পোশাক ছিল। পাশে একটি হাতব্যাগ, অল্প কিছু দূর কালো রঙের বোরকা ও রক্তমাখা একটি চাকু পাওয়া গেছে। লাশের হাতে চুড়ি ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার পর থেকে ১টার মধ্যে কোনো সময় তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুরের সদর উপজেলার একটি আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আমবাগানে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গাজীপুর পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান জানান, ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। সার্ভারে সমস্যা থাকায় পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, লাশের পরনে সবুজ ও হলুদ রঙের ম্যাক্সি জাতীয় পোশাক ছিল। পাশে একটি হাতব্যাগ, অল্প কিছু দূর কালো রঙের বোরকা ও রক্তমাখা একটি চাকু পাওয়া গেছে। লাশের হাতে চুড়ি ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার পর থেকে ১টার মধ্যে কোনো সময় তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে