কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্নান হোসেন মুন্না নামে এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ঝুমুরকে (৩৮) আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত মান্নান (৬৫) কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই বসতভিটার সীমানা নিয়ে মান্নান মিয়ার সঙ্গে সেলিম ও ঝুমুর দম্পতির বিরোধ চলছিল। উপজেলার মাঝুখান এলাকায় গতকাল শনিবার দুপুরের পর মান্নান হোসেন মুন্না বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়ে বাউন্ডারি দিচ্ছিলেন। এ সময় সেলিম ও ঝুমুর লোকজন নিয়ে মান্নান হোসেনকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় আহত হয় আরও দুইজন।
পরে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ রোববার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঝুমুরকে আটক করে।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবাকে তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল । আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমরা ওদের ফাঁসি চাই।’
স্থানীয়রা ঝুমুর ও তাঁর স্বামীর ফাঁসির দাবিতে মিছিল করেছে আজ।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্নান হোসেন মুন্না নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটক করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্নান হোসেন মুন্না নামে এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ঝুমুরকে (৩৮) আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত মান্নান (৬৫) কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই বসতভিটার সীমানা নিয়ে মান্নান মিয়ার সঙ্গে সেলিম ও ঝুমুর দম্পতির বিরোধ চলছিল। উপজেলার মাঝুখান এলাকায় গতকাল শনিবার দুপুরের পর মান্নান হোসেন মুন্না বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়ে বাউন্ডারি দিচ্ছিলেন। এ সময় সেলিম ও ঝুমুর লোকজন নিয়ে মান্নান হোসেনকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় আহত হয় আরও দুইজন।
পরে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ রোববার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঝুমুরকে আটক করে।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবাকে তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল । আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমরা ওদের ফাঁসি চাই।’
স্থানীয়রা ঝুমুর ও তাঁর স্বামীর ফাঁসির দাবিতে মিছিল করেছে আজ।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্নান হোসেন মুন্না নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটক করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে