সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে তুহিন নামে এক যুবকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. তুহিন (৩৫) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও গুলিবিদ্ধ যুবকের স্বজনেরা জানান, সদর উপজেলার মুক্তারপুরে জাল ও সুতার ব্যবসা নিয়ে তুহিনদের সঙ্গে ওই এলাকার প্রয়াত আমির হোসেনের দুই ছেলে রাজু রিয়াদ ও স্থানীয় ইমরান মুন্সীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই জেরে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তুহিনদের একটি কারখানাও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন তাঁরা। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো দ্বন্দ্ব চলছে।
গতকাল ইমরান মুন্সী, রাজু, রিয়াদ ও জেনিথ নামে কয়েকজন দুটি মোটরসাইকেল নিয়ে ডিঙাভাঙ্গা বালুর মাঠে আসেন। সেখানে তুহিনের সঙ্গে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইমরান মুন্সী তুহিনের বাঁ পায়ে গুলি করেন। পরে স্থানীয়রা এলে তাঁরা সবাই পালিয়ে যান। পরে তুহিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছে—এমনটা দাবি করে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে তাঁর আত্মীয়স্বজন। তবে গুলিবিদ্ধ কি না তা নিশ্চিত না। এক্স-রে করলে বোঝা যাবে। আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গুলিবিদ্ধ তুহিনের বড় ভাই আতাউর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জন্য ইমরান মুন্সী, আমির হোসেনের দুই ছেলে রাজু ও রিয়াদরা এর আগে আমাদের কারখানা আগুনে পুড়ে দিয়েছিল। তিন মাস আগে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। তারা পরবর্তীতে আরও টাকা চেয়েছিল। আমরা দিইনি। এর মধ্যেই আমার ভাইয়ের বাম পায়ে গুলি করে দিয়েছে তারা। আমরা বিচার চাই।’
গুলিবিদ্ধ হওয়ার পর আহত তুহিন বলেন, ‘ডিঙাভাঙ্গা বালুর মাঠে পিঠা খেতে গিয়েছিলাম। এ সময় ইমরান মুন্সীরা দুটি মোটরসাইকেলে এসে আমার পায়ে গুলি করে চলে যায়।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে তুহিন নামে এক যুবকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. তুহিন (৩৫) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও গুলিবিদ্ধ যুবকের স্বজনেরা জানান, সদর উপজেলার মুক্তারপুরে জাল ও সুতার ব্যবসা নিয়ে তুহিনদের সঙ্গে ওই এলাকার প্রয়াত আমির হোসেনের দুই ছেলে রাজু রিয়াদ ও স্থানীয় ইমরান মুন্সীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই জেরে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তুহিনদের একটি কারখানাও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন তাঁরা। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো দ্বন্দ্ব চলছে।
গতকাল ইমরান মুন্সী, রাজু, রিয়াদ ও জেনিথ নামে কয়েকজন দুটি মোটরসাইকেল নিয়ে ডিঙাভাঙ্গা বালুর মাঠে আসেন। সেখানে তুহিনের সঙ্গে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইমরান মুন্সী তুহিনের বাঁ পায়ে গুলি করেন। পরে স্থানীয়রা এলে তাঁরা সবাই পালিয়ে যান। পরে তুহিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছে—এমনটা দাবি করে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে তাঁর আত্মীয়স্বজন। তবে গুলিবিদ্ধ কি না তা নিশ্চিত না। এক্স-রে করলে বোঝা যাবে। আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গুলিবিদ্ধ তুহিনের বড় ভাই আতাউর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জন্য ইমরান মুন্সী, আমির হোসেনের দুই ছেলে রাজু ও রিয়াদরা এর আগে আমাদের কারখানা আগুনে পুড়ে দিয়েছিল। তিন মাস আগে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। তারা পরবর্তীতে আরও টাকা চেয়েছিল। আমরা দিইনি। এর মধ্যেই আমার ভাইয়ের বাম পায়ে গুলি করে দিয়েছে তারা। আমরা বিচার চাই।’
গুলিবিদ্ধ হওয়ার পর আহত তুহিন বলেন, ‘ডিঙাভাঙ্গা বালুর মাঠে পিঠা খেতে গিয়েছিলাম। এ সময় ইমরান মুন্সীরা দুটি মোটরসাইকেলে এসে আমার পায়ে গুলি করে চলে যায়।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪