ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।
উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।
উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।
উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।
মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।
উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।
উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।
উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।
মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪