নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।
চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।
গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।
চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।
গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪