হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।
আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।
মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’
তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’
মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।
আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।
মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’
তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’
মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪