গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীতে আসামি ধরার সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীতে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) চৌধুরী মো. তানভীর এ তথ্য নিশ্চিত করেন।
মো. তানভীর জানান, মহানগরীর টঙ্গী পশ্চিম থানার একটি ছিনতাই মামলার এজাহার নামীয় আসামি মো. পলাশ। গতকাল মঙ্গলবার পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোড হয়ে বিমানবন্দরে যাওয়ার সড়কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পলাশ জানায় ওই মামলার অপর এজাহার নামীয় আসামিরা মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমার মাঠের দক্ষিণ পূর্ব কোণে তুরাগ নদীর আশপাশে অবস্থান করছে।
পরে জিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এবং টঙ্গী পশ্চিম থানার রাতের টহলরত পুলিশ সদস্যেরা ও গ্রেপ্তারকৃত আসামি পলাশকে নিয়ে রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্যে করে অতর্কিতভাবে হামলা করে ও গুলি বর্ষণ শুরু করে। তখন পাল্টা গুলি করে।
এতে পুলিশ পরিদর্শক (নি.) খন্দকার ফরিদ হোসেনসহ সঙ্গীয় তিনজন কনস্টেবল জখম হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি স্টিলের চাপাতি, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি লোহার রড, একটি চাইনিজ কুড়াল ও ৭ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তিনজন আহত হলে তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আহত পুলিশ সদস্যদেরও চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন, আমিনুল ইসলাম স্বপন (৩৪), নূর মোহাম্মদ (৩৫), মো. ইসমাইল (৪২), মো. মোমেন মিয়া (৬০) ও মো. বিল্লাল হোসেন (৪৭)।
এ ঘটনা টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে আসামি ধরার সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীতে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) চৌধুরী মো. তানভীর এ তথ্য নিশ্চিত করেন।
মো. তানভীর জানান, মহানগরীর টঙ্গী পশ্চিম থানার একটি ছিনতাই মামলার এজাহার নামীয় আসামি মো. পলাশ। গতকাল মঙ্গলবার পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোড হয়ে বিমানবন্দরে যাওয়ার সড়কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পলাশ জানায় ওই মামলার অপর এজাহার নামীয় আসামিরা মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমার মাঠের দক্ষিণ পূর্ব কোণে তুরাগ নদীর আশপাশে অবস্থান করছে।
পরে জিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এবং টঙ্গী পশ্চিম থানার রাতের টহলরত পুলিশ সদস্যেরা ও গ্রেপ্তারকৃত আসামি পলাশকে নিয়ে রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্যে করে অতর্কিতভাবে হামলা করে ও গুলি বর্ষণ শুরু করে। তখন পাল্টা গুলি করে।
এতে পুলিশ পরিদর্শক (নি.) খন্দকার ফরিদ হোসেনসহ সঙ্গীয় তিনজন কনস্টেবল জখম হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি স্টিলের চাপাতি, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি লোহার রড, একটি চাইনিজ কুড়াল ও ৭ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তিনজন আহত হলে তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আহত পুলিশ সদস্যদেরও চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন, আমিনুল ইসলাম স্বপন (৩৪), নূর মোহাম্মদ (৩৫), মো. ইসমাইল (৪২), মো. মোমেন মিয়া (৬০) ও মো. বিল্লাল হোসেন (৪৭)।
এ ঘটনা টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে