ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪