মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নেইমারের যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। ছবি: এএফপি

সৌদি আরবের আল হিলালে থাকলেও নেইমার এরপর কোথায় যাবেন, সেটা নিয়ে চলছে আলাপ-আলোচনা। কারণ, চোটে পড়ায় সৌদি ক্লাবটির হয়ে তিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে এ বছরের জুনে। নেইমারকে নিতে মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর মধ্যে কাড়াকাড়ি চলছে বলে শোনা গেছে।

নেইমারের এক সময়ের সতীর্থ লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। এমএলএসের তিনটি দলের সঙ্গে নেইমারের প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে ইএসপিএনের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। ইএসপিএনকে এক সূত্র জানিয়েছে, শিকাগো ফায়ার এফসি নামে এক ক্লাব প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সূত্র আরও জানিয়েছে, নেইমারের পক্ষে নিলামের জন্য ইন্টার মায়ামি তাদের মধ্যে নেই। ইএসপিএন বিস্তারিত জানতে শিকাগোর সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী বার্সেলোনায় অনেক ম্যাচ জিতিয়েছেন। বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন মেসি ও সুয়ারেজ। নতুন ক্লাবে সেই পুরোনো এমএসএন ত্রয়ীকে স্বাভাবিকভাবেই দেখতে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেশি। নেইমারও আগ্রহ প্রকাশ করেছেন পুরোনো সতীর্থদের সঙ্গে নতুন ক্লাবে খেলতে। কিন্তু ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানো সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন অবশ্য থেমে নেই। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি বারবার ব্রাজিলের ফরোয়ার্ডের ব্যাপারে একটু দূরে থাকার চেষ্টা করছে।

নেইমারের এবার মায়ামিতে যাওয়ার আলোচনা বেশি হওয়ার অন্য একটা কারণ রয়েছে। ব্রাজিলের ফরোয়ার্ড মায়ামির সমুদ্রসৈকতের কাছে ২ কোটি ২৬ লাখ ডলার (বাংলাদেশি ৩০৯ কোটি ৩১ লাখ টাকা) খরচ করে বাড়ি কিনেছেন। তাছাড়া ২০২৩ সালে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি হয়েছিল ৯ কোটি ৭৬ লাখ ডলারে (১১৮৯ কোটি ৬০ লাখ টাকা)। তবে সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এমনকি যে সান্তোসের হয়ে তাঁর ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানেও ফেরার কথা শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত