Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: পাকিস্তান প্রসঙ্গে ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উন্নতির বিষয়ে করা এক প্রশ্নে মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র। অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার ওপর (দিল্লির সম্পর্ক) নির্ভর করে না।’

জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে—বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চায়। ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চায় যেন দুই দেশের জন্য ভালো হয়।’

মুখপাত্র জানান, ভারত নিজের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর নিবিড়ভাবে খেয়াল রাখছে। সবকিছুই পর্যবেক্ষণ করে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে।

বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে চলমান উত্তেজনা বিষয়ে করা এক প্রশ্নে মুখপাত্র জয়সওয়াল বলেন, এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা আছে। উভয় পক্ষের এ সমঝোতা বাস্তবায়ন করা উচিত। এ বিষয়ে ভারত বাংলাদেশের কাছ থেকে গঠনমূলক সহযোগিতার মনোভাব আশা করে।

আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠকের বিষয়ে করা এক প্রশ্নে জয়সওয়াল বলেন, এ বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রস্তাবিত বৈঠকটি নিয়ে আলোচনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত