খুলনা প্রতিনিধি
খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মানিক হাওলাদার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মানিক নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং নগরীর পুরোনো রেলওয়ে কলোনির নুর মোহাম্মদের ছেলে।
এর আগে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তৎক্ষণাৎ পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মাদ আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মানিক হাওলাদার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মানিক নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং নগরীর পুরোনো রেলওয়ে কলোনির নুর মোহাম্মদের ছেলে।
এর আগে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তৎক্ষণাৎ পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মাদ আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪