Ajker Patrika

চাঁদা তুলতে তুলতেই রাস্তায় ঢলে পড়ল হাতি, ভ্যানচালক হাসপাতালে

মাগুরা প্রতিনিধি 
চাঁদা তুলতে তুলতেই রাস্তায় মারা যাওয়া হাতি। আজ মাগুরার মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ছবি: আজকের পত্রিকা
চাঁদা তুলতে তুলতেই রাস্তায় মারা যাওয়া হাতি। আজ মাগুরার মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় চাঁদা তুলতে তুলতেই মারা গেল একটি হাতি। আর সেই হাতি গিয়ে পড়ল এক ভ্যানের ওপর। এতে ওই ভ্যানচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাতির মাধ্যমে চাঁদা তুলছিলেন এর মাহুত। একপর্যায়ে হাতিটি অসুস্থ হয়ে রাস্তার পাশে ভ্যানের ওপর গিয়ে পড়ে। ভ্যানসহ উল্টে হাতিটি রাস্তার ওপর পড়ে গেলে পুরো সড়ক বন্ধ হয়ে যায়। পরে মাহুতসহ উৎসুক জনতা হাতিটি সরাতে গেলে দেখেন যে হাতিটির কোনো নড়াচড়া বা শ্বাস-প্রশ্বাস নেই। কিছুক্ষণ পরে সবাই নিশ্চিত হন যে হাতিটি মারা গেছে। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। আহত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মী এস টি মইনুল ইসলাম জানান, খবর পেয়ে হাতিটিকে উদ্ধারে যায় মহম্মদপুর ফায়ার সার্ভিস। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা থেকে সরিয়ে হাতিটিকে এক পাশে রাখেন। হাতিটির মালিক পরে এটি মাটিচাপার ব্যবস্থা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত