মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ভ্যান চালককে কিল-ঘুষিতে হত্যা করার অভিযোগ উঠেছে হেলাল ভুইয়া (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে মোংলা পৌরসভার মামারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম মো. আল আমিন শেখ (৪৫)। তিনি মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। অভিযুক্ত হেলাল ভুইয়া এলাকার ব্যবসায়ী শহিদুল ভুইয়ার ছেলে।
মোংলা ভ্যান রিকশা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, ‘আল আমিনের ভ্যান ঢালু থেকে ওপরে ওঠার সময় হেলালের শরীর স্পর্শ করে। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল আল আমিনকে বেধড়ক মারধর করে। হেলালের মারধরে আল আমিনের মৃত্যু হয়। হেলাল একাধিক মামলার আসামি। এর আগেও অনেককে মারধর করেছে। আমরা হেলালের বিচার চাই।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দুপুর দেড়টার দিকে মামারঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিল আল আমিন শেখ। তখন অসাবধানতাবশত এক ব্যক্তির গায়ের সঙ্গে আল আমিনের ভ্যানের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সে আল আমিনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আল আমিন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী এই পুলিশ সুপার আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে মারধরকারীকে শনাক্ত করেছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বাগেরহাটের মোংলায় ভ্যান চালককে কিল-ঘুষিতে হত্যা করার অভিযোগ উঠেছে হেলাল ভুইয়া (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে মোংলা পৌরসভার মামারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম মো. আল আমিন শেখ (৪৫)। তিনি মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। অভিযুক্ত হেলাল ভুইয়া এলাকার ব্যবসায়ী শহিদুল ভুইয়ার ছেলে।
মোংলা ভ্যান রিকশা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, ‘আল আমিনের ভ্যান ঢালু থেকে ওপরে ওঠার সময় হেলালের শরীর স্পর্শ করে। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল আল আমিনকে বেধড়ক মারধর করে। হেলালের মারধরে আল আমিনের মৃত্যু হয়। হেলাল একাধিক মামলার আসামি। এর আগেও অনেককে মারধর করেছে। আমরা হেলালের বিচার চাই।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দুপুর দেড়টার দিকে মামারঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিল আল আমিন শেখ। তখন অসাবধানতাবশত এক ব্যক্তির গায়ের সঙ্গে আল আমিনের ভ্যানের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সে আল আমিনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আল আমিন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী এই পুলিশ সুপার আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে মারধরকারীকে শনাক্ত করেছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে