প্রতিনিধি, ইবি
বন্ধ ক্যাম্পাসে একের পর এক চুরির মহোৎসব চলছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম খালেদা জিয়া ছাত্রী হলের অন্তত ৯টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে চুরির ঘটনাটি জানাজানি হয়। তবে চুরির ঘটনা কবে নাগাদ ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি হল প্রশাসন।
জানা যায়, হলের দক্ষিণ ব্লকের ৯টি কক্ষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষের সামনে ভাঙা তালা পরে থাকতে দেখেন আনসার সদস্যরা। কক্ষগুলো হলো- ২০৫, ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১২, ২১৩, ৩১০ ও ৪১১।
দায়িত্বরত আনসার সদস্যদের ধারণা, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে ঢোকে চোর। ডাইনিং থেকে ৬/৭টি বেসিনের স্টিল ট্যাপ চুরি হয়েছে। যেগুলো নতুন লাগানো হয়েছিল। পরে ডাইনিং থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষগুলোতে তালা ভেঙে কক্ষে প্রবেশ করা হয়েছে। কক্ষগুলোর সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। কক্ষের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে হল বন্ধ থাকায় কক্ষ থেকে কী কী চুরি হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। আশা করি তদন্তে ঘটনার আদ্যোপান্ত প্রকাশ পাবে।
উল্লেখ্য, করোনা মহামারিতে ক্যাম্পাস বন্ধ হওয়ার পর আরও চারটি চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। চুরি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বন্ধ ক্যাম্পাসে একের পর এক চুরির মহোৎসব চলছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম খালেদা জিয়া ছাত্রী হলের অন্তত ৯টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে চুরির ঘটনাটি জানাজানি হয়। তবে চুরির ঘটনা কবে নাগাদ ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি হল প্রশাসন।
জানা যায়, হলের দক্ষিণ ব্লকের ৯টি কক্ষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষের সামনে ভাঙা তালা পরে থাকতে দেখেন আনসার সদস্যরা। কক্ষগুলো হলো- ২০৫, ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১২, ২১৩, ৩১০ ও ৪১১।
দায়িত্বরত আনসার সদস্যদের ধারণা, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে ঢোকে চোর। ডাইনিং থেকে ৬/৭টি বেসিনের স্টিল ট্যাপ চুরি হয়েছে। যেগুলো নতুন লাগানো হয়েছিল। পরে ডাইনিং থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষগুলোতে তালা ভেঙে কক্ষে প্রবেশ করা হয়েছে। কক্ষগুলোর সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। কক্ষের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে হল বন্ধ থাকায় কক্ষ থেকে কী কী চুরি হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। আশা করি তদন্তে ঘটনার আদ্যোপান্ত প্রকাশ পাবে।
উল্লেখ্য, করোনা মহামারিতে ক্যাম্পাস বন্ধ হওয়ার পর আরও চারটি চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। চুরি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে