কেশবপুর (প্রতিনিধি) যশোর
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লোকজনের পদচারণে মুখর থাকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মধুপল্লিসহ বিদায় ঘাট। এতে করে যেন মেলার আগেই শুরু হয়ে গেছে উদ্দীপনা।
পর্যটকেরা মধুপল্লির মধ্যে কবির জন্মভিটা, জাদুঘর, গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখছেন। কেউবা পুকুরপাড়ে সময় কাটাচ্ছেন। অনেকে নৌকায় ঘুরছেন কপোতাক্ষ নদ। সংস্কৃতিমনা ব্যক্তিরা কবির লেখা কবিতা পাঠের আসর করছেন। মধুপল্লির কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, সাগরদাঁড়িতে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। ছুটির দিনে এখানে ভিড় বাড়ছে।
মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এদিন বিকেলে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদের পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটিরশিল্পসহ হরেক রকমের স্টল। মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে আধুনিক কৃষিপ্রযুক্তি মেলা।
কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লোকজনের পদচারণে মুখর থাকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মধুপল্লিসহ বিদায় ঘাট। এতে করে যেন মেলার আগেই শুরু হয়ে গেছে উদ্দীপনা।
পর্যটকেরা মধুপল্লির মধ্যে কবির জন্মভিটা, জাদুঘর, গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখছেন। কেউবা পুকুরপাড়ে সময় কাটাচ্ছেন। অনেকে নৌকায় ঘুরছেন কপোতাক্ষ নদ। সংস্কৃতিমনা ব্যক্তিরা কবির লেখা কবিতা পাঠের আসর করছেন। মধুপল্লির কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, সাগরদাঁড়িতে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। ছুটির দিনে এখানে ভিড় বাড়ছে।
মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এদিন বিকেলে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদের পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটিরশিল্পসহ হরেক রকমের স্টল। মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে আধুনিক কৃষিপ্রযুক্তি মেলা।
কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪