ময়মনসিংহ প্রতিনিধি
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪