নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মো. আলাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে নালিতাবাড়ী থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে এ মামলা করেন।
আলাল উদ্দিন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোরীর বাবা কৃষিকাজের জন্য বাড়ির বাইরে চলে যান। তাঁর মা কিশোরীর ছোট ভাইকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে সকাল ৯টার দিকে আলাল বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করতে থাকেন। কিশোরীর বাবা বাড়িতে এসে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন।
পরে গত শনিবার ওই কিশোরীর পরিবার থেকে ঘটনাটি পোড়াগাঁও বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামকে অবগত করা হয়। পরে থানা থেকে এসআই আবদুস সালামকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলালের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে আলাল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। গত রোববার দুপুরে পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা বলেন, ‘লম্পট আলাল খালি বাড়ি পেয়ে আমার মেয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কেউ যেন আমার মেয়ের মতো আর কারও সর্বনাশ না হয়। বিচার চেয়ে থানায় মামলা করেছি।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বিষয়টি শোনার পর এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল লতিফ বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মো. আলাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে নালিতাবাড়ী থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে এ মামলা করেন।
আলাল উদ্দিন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোরীর বাবা কৃষিকাজের জন্য বাড়ির বাইরে চলে যান। তাঁর মা কিশোরীর ছোট ভাইকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে সকাল ৯টার দিকে আলাল বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করতে থাকেন। কিশোরীর বাবা বাড়িতে এসে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন।
পরে গত শনিবার ওই কিশোরীর পরিবার থেকে ঘটনাটি পোড়াগাঁও বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামকে অবগত করা হয়। পরে থানা থেকে এসআই আবদুস সালামকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলালের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে আলাল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। গত রোববার দুপুরে পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা বলেন, ‘লম্পট আলাল খালি বাড়ি পেয়ে আমার মেয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কেউ যেন আমার মেয়ের মতো আর কারও সর্বনাশ না হয়। বিচার চেয়ে থানায় মামলা করেছি।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বিষয়টি শোনার পর এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল লতিফ বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে