প্রতিনিধি, মোহনপুর (রাজশাহী)
মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন।
জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন।
জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪