পাবনা প্রতিনিধি
পাবনায় জুবায়ের রহমান (২৫) নামের এক বাসের সহযোগীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। হত্যায় অভিযুক্ত মারুফ হোসেন শুভকে (২৫) চাকুসহ আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রীছাউনির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমনকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে। আহত সুপারভাইজার সুমন পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে এবং আটক যুবক পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ছেলে।
আহত সুপারভাইজার সুমন জানান, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী মাছরাঙ্গা পরিবহনের বাসটি রোববার রাত ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাড়ে। বাসটি চান্দুরা এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় ওই যাত্রী মারুফ হোসেন শুভ যাত্রী তুলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যাত্রী শুভ সুপারভাইজারের হাতে থাপ্পড় মারেন। এ সময় সেখানকার বাসশ্রমিকেরা ওই যাত্রীকে চড়-থাপ্পড় দেন। তখন যাত্রী শুভ বাসের সুপারভাইজারকে পাবনা গেলে দেখে নেবে বলে হুমকি দেন।
সুমন আরও বলেন, ‘বাসটি ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছালে শুভ চাকু বের করে সুপারভাইজার ও সহযোগী জুবায়েরের ওপর হামলা করেন। এ সময় তাঁর ছুরিকাঘাতে জুবায়ের ও সুপারভাইজার আহত হন। তাঁদের চিৎকারে বাসের অন্য শ্রমিকেরা শুভকে আটক করেন এবং আহত দুজনকে পাবনা জেলার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে একটি চাকুসহ গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনায় জুবায়ের রহমান (২৫) নামের এক বাসের সহযোগীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। হত্যায় অভিযুক্ত মারুফ হোসেন শুভকে (২৫) চাকুসহ আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রীছাউনির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমনকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে। আহত সুপারভাইজার সুমন পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে এবং আটক যুবক পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ছেলে।
আহত সুপারভাইজার সুমন জানান, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী মাছরাঙ্গা পরিবহনের বাসটি রোববার রাত ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাড়ে। বাসটি চান্দুরা এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় ওই যাত্রী মারুফ হোসেন শুভ যাত্রী তুলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যাত্রী শুভ সুপারভাইজারের হাতে থাপ্পড় মারেন। এ সময় সেখানকার বাসশ্রমিকেরা ওই যাত্রীকে চড়-থাপ্পড় দেন। তখন যাত্রী শুভ বাসের সুপারভাইজারকে পাবনা গেলে দেখে নেবে বলে হুমকি দেন।
সুমন আরও বলেন, ‘বাসটি ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছালে শুভ চাকু বের করে সুপারভাইজার ও সহযোগী জুবায়েরের ওপর হামলা করেন। এ সময় তাঁর ছুরিকাঘাতে জুবায়ের ও সুপারভাইজার আহত হন। তাঁদের চিৎকারে বাসের অন্য শ্রমিকেরা শুভকে আটক করেন এবং আহত দুজনকে পাবনা জেলার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে একটি চাকুসহ গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪