নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৬: ৪০
আপডেট : ১০ জুন ২০২৩, ১৬: ১৪

নাটোরের আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে দুই দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নবজাতক চুরির বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রসব ব্যথা ওঠে। তখন স্বজনেরা তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। 

সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন হাসনা হেনা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ সময়েও না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায় কোনো চিকিৎসকের কাছে কোনো বাচ্চা নেওয়া হয়নি। 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। শিশুটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি।’ 

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও চাই এমন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। মা তার বাচ্চাকে ফিরে পাক।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত