রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও রাণীশংকৈলে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে ঘটেছে। পরে অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নিহতের নাম রাবেয়া বেগম (৩০)। তিনি ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরাসহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, প্রায় দুই মাস ধরে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। মাঝে মাঝেই ছুরি ধার দিয়ে তার স্ত্রীকে বলতেন তোকে এই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলব। এরই ধারাবাহিকতায় আজ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে নাজমুল ছুরি দিয়ে তাঁর স্ত্রীকে আঘাত করেন। ধারণা করা হচ্ছে নাজমুল মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। গত দুই মাস ধরে পাগলের মতো আচরণ করছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
ঠাকুরগাঁও রাণীশংকৈলে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে ঘটেছে। পরে অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নিহতের নাম রাবেয়া বেগম (৩০)। তিনি ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরাসহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, প্রায় দুই মাস ধরে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। মাঝে মাঝেই ছুরি ধার দিয়ে তার স্ত্রীকে বলতেন তোকে এই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলব। এরই ধারাবাহিকতায় আজ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে নাজমুল ছুরি দিয়ে তাঁর স্ত্রীকে আঘাত করেন। ধারণা করা হচ্ছে নাজমুল মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। গত দুই মাস ধরে পাগলের মতো আচরণ করছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪