সিলেটে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৮: ০৯

সিলেটে মাদক মামলায় জামাল উদ্দিন (৫৬) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মাদক মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি জানান, মামলায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

জামাল উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের অজুহাত গ্রামের বাসিন্দা। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ ডিসেম্বর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নের অজুহাত গ্রামের আটলিহাই পয়েন্ট থেকে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় গোয়াইনঘাট থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মনসুর হাল্লাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত