নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন কারিকুলাম বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী নতুন কারিকুলামে শিক্ষকেরা সঠিক পন্থায় শিক্ষার্থীদের পাঠদান করছে কি না সেটা নজরদারি করার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলামের ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শিক্ষামন্ত্রী এই নির্দেশ দেন।
জেলা শিক্ষা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম তৈরি করার চেয়ে বাস্তবায়ন করাটা অনেক কঠিন। নিয়মিত সেটি মনিটরিং আপনাদের করতে হবে। নির্দেশনা মোতাবেক শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছে কি না সেটার ওপর গুরুত্ব দিতে হবে। সেখানে কি ঘটছে তার নিয়মিত ফিডব্যাক আমাদের জানাতে হবে।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে নতুন কারিকুলামে পাইলটিং চালু হওয়া জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিয়ে এনসিটিবিতে একটি কর্মশালা হয়। সেখানে চারটি সেশনে কর্মকর্তাদের নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। তার মধ্যে নতুন সিলেবাস আর পুরোনো সিলেবাসের মধ্যে পার্থক্য, আগের ও নতুন শিক্ষাক্রমের মধ্যে পরিবর্তন, হাতেকলমে শেখার কৌশল, শিক্ষার্থীদের গাইড নির্ভর না হওয়াসহ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।
কর্মশালায় অংশ নেওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, যেসব উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হয়েছে সেসব উপজেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলাম বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। শিক্ষকেরা কীভাবে শিক্ষক নির্দেশিকা বাস্তবায়ন করবে এবং এই কার্যক্রম কীভাবে কর্মকর্তারা মনিটরিং করবে সেটা শেখানো হয়েছে।
কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. নেহাল আহমেদ বলেন, নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন ছাড়া ২০৪১ সালের উন্নত দেশ গঠন সম্ভব নয়। এটি সেই শিক্ষা যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে পারব। সেটির পাইলটিং শুরু হয়েছে। সেটাকে নিবিড়ভাবে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে।
কর্মকর্তাদের তিনি আরও বলেন, আপনারা কী কী করছেন সেটাও মনিটরিং করা হবে। যার যা দায়িত্ব তা পালন করছেন কি না তাও দেখা হবে। জেলা উপজেলায় যাদের বিরুদ্ধে অভিযোগের খবর আসছে আমরা তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।
এনসিটিবির সদস্য মশিউজ্জামান বলেন, নতুন কারিকুলাম সরকারের একটি নির্বাচনী ইশতেহার। এটা সরকারের আরেকটা পদ্মাসেতু।
নতুন কারিকুলাম বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী নতুন কারিকুলামে শিক্ষকেরা সঠিক পন্থায় শিক্ষার্থীদের পাঠদান করছে কি না সেটা নজরদারি করার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলামের ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শিক্ষামন্ত্রী এই নির্দেশ দেন।
জেলা শিক্ষা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম তৈরি করার চেয়ে বাস্তবায়ন করাটা অনেক কঠিন। নিয়মিত সেটি মনিটরিং আপনাদের করতে হবে। নির্দেশনা মোতাবেক শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছে কি না সেটার ওপর গুরুত্ব দিতে হবে। সেখানে কি ঘটছে তার নিয়মিত ফিডব্যাক আমাদের জানাতে হবে।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে নতুন কারিকুলামে পাইলটিং চালু হওয়া জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিয়ে এনসিটিবিতে একটি কর্মশালা হয়। সেখানে চারটি সেশনে কর্মকর্তাদের নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। তার মধ্যে নতুন সিলেবাস আর পুরোনো সিলেবাসের মধ্যে পার্থক্য, আগের ও নতুন শিক্ষাক্রমের মধ্যে পরিবর্তন, হাতেকলমে শেখার কৌশল, শিক্ষার্থীদের গাইড নির্ভর না হওয়াসহ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।
কর্মশালায় অংশ নেওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, যেসব উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হয়েছে সেসব উপজেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলাম বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। শিক্ষকেরা কীভাবে শিক্ষক নির্দেশিকা বাস্তবায়ন করবে এবং এই কার্যক্রম কীভাবে কর্মকর্তারা মনিটরিং করবে সেটা শেখানো হয়েছে।
কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. নেহাল আহমেদ বলেন, নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন ছাড়া ২০৪১ সালের উন্নত দেশ গঠন সম্ভব নয়। এটি সেই শিক্ষা যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে পারব। সেটির পাইলটিং শুরু হয়েছে। সেটাকে নিবিড়ভাবে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে।
কর্মকর্তাদের তিনি আরও বলেন, আপনারা কী কী করছেন সেটাও মনিটরিং করা হবে। যার যা দায়িত্ব তা পালন করছেন কি না তাও দেখা হবে। জেলা উপজেলায় যাদের বিরুদ্ধে অভিযোগের খবর আসছে আমরা তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।
এনসিটিবির সদস্য মশিউজ্জামান বলেন, নতুন কারিকুলাম সরকারের একটি নির্বাচনী ইশতেহার। এটা সরকারের আরেকটা পদ্মাসেতু।
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
১১ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
২১ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
২১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে