Ajker Patrika

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা: গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

মারুফা মাহজাবীন মম
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা: গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

সম্প্রতি ২০২৫ শিক্ষাবর্ষে ‘গ্রিফিথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপস’ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই প্রোগ্রামের আওতায় গবেষণা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। 

সুযোগ-সুবিধা 
■    টিউশন ফি মওকুফ করা হবে।
■    স্বাস্থ্যবিমা ভাতা দেওয়া হবে।
■    বাসস্থান ভাতা দেওয়া হবে।

বৃত্তির সময়কাল
ডক্টরাল পর্যায়ের প্রার্থীদের‌ জন্য বৃত্তির সময়কাল সাড়ে তিন বছর। আর গবেষণা স্নাতকোত্তর পর্যায়ের প্রার্থীদের জন্য নির্ধারিত বৃত্তির সময়কাল দুই বছর। 

প্রয়োজনীয় যোগ্যতা 
■    আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
■    অস্ট্রেলিয়া‌ বা নিউজিল্যান্ডের নাগরিক হওয়া যাবে না।
■    গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে এইচডিআর প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে।
■    স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণির ডিগ্রি‌ থাকতে হবে।
■    আগে এইচডিআর প্রোগ্রামের একই বা উচ্চতর কোনো ডিগ্রি অর্জনকারী এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আবেদনের‌ সময়সীমা 
জাতীয় ও আন্তর্জাতিক—উভয় পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন শুরু হবে চলতি বছরের ১ জুলাই থেকে। জাতীয় তথা দেশীয় শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩ সেপ্টেম্বর। তবে বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় ২৭ আগস্ট পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া 
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে

সূত্র: ‌গ্রিফিথ ইউনিভার্সিটির ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত