ঢাবি প্রতিনিধি
আগাম নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে নীলক্ষেতে রাস্তা অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বলছেন, আজই তাঁদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁরা জানতে পারেন যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্ব নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিতের প্রতিবাদে তাঁরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। সকাল ৯টা থেকে তাঁদের এই কর্মসূচি শুরু হয়। পরে পুলিশের হুমকির মুখে মোড় ছেড়ে দিতে বললে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে (ভিসি চত্বরে) চলে আসেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী শাবানা খাতুন বলেন, ‘আমরা আমাদের পরীক্ষা হঠাৎ স্থগিতের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করি। কিন্তু অবরোধের এক ঘণ্টা পর পুলিশ আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেছে। এক পুলিশ সদস্য আমাদের উদ্দেশে বলেন, গুলি করা শুরু করলে কেউই থাকতে পারবেন না। আপনারা বরং বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসে গিয়ে আপনাদের দাবি জানান। এরপর আমরা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি।’
কবি নজরুল কলেজের শিক্ষার্থী আবদুস সাত্তার বলেন, ‘আমরা (ডিগ্রি) সবাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এখনো আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়নি। গত নভেম্বরে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজকে শেষ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলে মাইকে ঘোষণা দেওয়া হয়, পরীক্ষা স্থগিত। এটি আমাদের সঙ্গে তামাশা।’
আগাম নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে নীলক্ষেতে রাস্তা অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বলছেন, আজই তাঁদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁরা জানতে পারেন যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্ব নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিতের প্রতিবাদে তাঁরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। সকাল ৯টা থেকে তাঁদের এই কর্মসূচি শুরু হয়। পরে পুলিশের হুমকির মুখে মোড় ছেড়ে দিতে বললে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে (ভিসি চত্বরে) চলে আসেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী শাবানা খাতুন বলেন, ‘আমরা আমাদের পরীক্ষা হঠাৎ স্থগিতের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করি। কিন্তু অবরোধের এক ঘণ্টা পর পুলিশ আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেছে। এক পুলিশ সদস্য আমাদের উদ্দেশে বলেন, গুলি করা শুরু করলে কেউই থাকতে পারবেন না। আপনারা বরং বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসে গিয়ে আপনাদের দাবি জানান। এরপর আমরা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি।’
কবি নজরুল কলেজের শিক্ষার্থী আবদুস সাত্তার বলেন, ‘আমরা (ডিগ্রি) সবাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এখনো আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়নি। গত নভেম্বরে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজকে শেষ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলে মাইকে ঘোষণা দেওয়া হয়, পরীক্ষা স্থগিত। এটি আমাদের সঙ্গে তামাশা।’
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি স্কলারশিপ-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১২ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে স্মার্ট ফোন, কম্পিউটার এবং ই-মেইল ব্যবহারের কারণে হাতে লেখার চর্চা কমে গেছে। তবুও, শিক্ষাক্ষেত্রে বা পরীক্ষার খাতায় হাতে লেখা গুরুত্ব কোনো অংশে কমেনি।
১২ ঘণ্টা আগেএশিয়া-প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স ২০২৪-এ বেস্ট মডেল ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এই এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্
১২ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন (এএমসি) ফোরাম ২০২৪-এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়েছেন। প্রফেসর ফারহাত আনোয়ার এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই সম্মেলন আফ্রিকাসহ বিভিন্ন দেশের মা
১২ ঘণ্টা আগে