বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মরক্কোর সরকারি স্কলারশিপ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১০: ০৪

মরক্কো সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডক্টরেট পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।  

স্কলারশিপের পরিমাণ
শিক্ষার্থীকে কোর্স চলাকালীন মাসিক ৭৫০ দিরহাম বা ৭৫ ডলার দেওয়া হবে।
স্কলারশিপের সংখ্যা: ১৫টি। 
যেসব প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে: আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

  • ভাষাগত যোগ্যতা
  • প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরবি ও ফরাসি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হবে। 
  • সায়েন্স, টেকনিক্যাল এবং ইকোনমিক ফিল্ডে পড়তে হলে শিক্ষার্থীদের ফরাসি ভাষা জানতে হবে। উল্লিখিত বিষয়গুলো ফরাসি ভাষায় পড়ানো হয়। 
  • আরবি ভাষা সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ আরবিতে পড়ানো হয়। এ বিষয়গুলোতে পড়তে চাইলে প্রার্থীকে আরবি ভাষা জানতে হবে।   
     
    আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা
    শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংকে আবেদনের সময়সীমা: ৫ জুলাই ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত। 
    হার্ড কপি মন্ত্রণালয়ে জমাদানের ক্ষেত্রে সময়সীমা: ৬ জুলাই ২০২৩ তারিখ বেলা ৩টা।
    সফটওয়্যারে আবেদনের ক্ষেত্রে সময়সীমা: ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত।
    বয়সসীমা: শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে বয়সসীমা নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
    অফিশিয়াল লিংক: বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন। এ ছাড়া মরোক্কান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (এএমসিআই) অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

জরুরি নির্দেশনা
আবেদন জমা দেওয়ার সময় খামের ওপর প্রেরক, প্রাপক, আইডি ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।  

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী 
প্রার্থীরা মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। 
এরপর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ও শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্য কাগজপত্রের হার্ড কপি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। 
 
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত