নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সকাল ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটে বন্ধ রাস্তায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে বারবার ঘড়ি দেখছেন একজন বাইকার। পেছনে একজন আরোহী, পরনে স্কুল ইউনিফর্ম এবং হাতে ফাইলবন্দী কিছু কাগজপত্র। একটু মনোযোগ দিলেই বোঝা যায়, সে একজন এসএসসি পরীক্ষার্থী। কিছুটা সামনেই আজিমপুর গার্লস স্কুল, সেখানেই তাঁর পরীক্ষাকেন্দ্র। কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে, তাই তাড়া আছে মনে আর আছে যানজটের কারণে সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে না পারার শঙ্কা। দীর্ঘ অপেক্ষার পর জ্যাম ছাড়ে ৯টা ২০ মিনিটে। অবশেষে এক টানে তাঁরা পৌঁছে যায় আজিমপুর গার্লস স্কুল পরীক্ষাকেন্দ্রে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে কেন্দ্রে। তাই বাইক থেকে নেমেই এক দৌড়ে কেন্দ্রে ঢুকে গেল পরীক্ষার্থী।
কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কথা হয় গভ. ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ আল মামুন নামের এই পরীক্ষার্থীর অভিভাবক মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, `ছেলেকে নিয়ে ১০টার পরীক্ষা ধরতে বসিলার বাসা থেকে বের হয়েছি সকাল ৮টায়। রাস্তায় জ্যামের কথা মাথায় রেখে বাইক নিয়ে এসেছি। তার পরও তিন জায়গায় জ্যামে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি। যতক্ষণ জ্যামে আটকা ছিলাম ততক্ষণ যে মানসিক চাপ অনুভব হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। দুই ঘণ্টা হাতে রেখে রওনা দিয়ে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে পৌঁছেছি। এটা একজন পরীক্ষার্থী ও তার অভিভাবকের জন্য বিশাল দুশ্চিন্তার কারণ।'
একই কেন্দ্রের সামনে কথা হয় মাহফুজুর রহমান নামের আরেক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই। কেন্দ্রের শৃঙ্খলাও বেশ ভালো। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলাটা একটু বেশিই।'
দীর্ঘ অপেক্ষা শেষে আজ রোববার শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসার কথা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪। প্রতিদিন দুই শিফটে (সকাল-বিকেল) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৩ নভেম্বর।
আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষে আই রেখায় পরীক্ষার্থীদের বসানো হয়েছে। মাঝে ফাঁকা রেখে বড় বেঞ্চের দুই মাথায় বসেছে শিক্ষার্থীরা। তবে কেন্দ্রে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের হ্যান্ড স্যানিটাইজ বা স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম করতে দেখা যায়নি।
এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশের ৪২৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয়, সে ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।
সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। শেষ হবে ১১টা ৩০ মিনিটে। সকালের শিফটে ১০টায় বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বিকেলের শিফট ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
সকাল ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটে বন্ধ রাস্তায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে বারবার ঘড়ি দেখছেন একজন বাইকার। পেছনে একজন আরোহী, পরনে স্কুল ইউনিফর্ম এবং হাতে ফাইলবন্দী কিছু কাগজপত্র। একটু মনোযোগ দিলেই বোঝা যায়, সে একজন এসএসসি পরীক্ষার্থী। কিছুটা সামনেই আজিমপুর গার্লস স্কুল, সেখানেই তাঁর পরীক্ষাকেন্দ্র। কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে, তাই তাড়া আছে মনে আর আছে যানজটের কারণে সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে না পারার শঙ্কা। দীর্ঘ অপেক্ষার পর জ্যাম ছাড়ে ৯টা ২০ মিনিটে। অবশেষে এক টানে তাঁরা পৌঁছে যায় আজিমপুর গার্লস স্কুল পরীক্ষাকেন্দ্রে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে কেন্দ্রে। তাই বাইক থেকে নেমেই এক দৌড়ে কেন্দ্রে ঢুকে গেল পরীক্ষার্থী।
কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কথা হয় গভ. ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ আল মামুন নামের এই পরীক্ষার্থীর অভিভাবক মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, `ছেলেকে নিয়ে ১০টার পরীক্ষা ধরতে বসিলার বাসা থেকে বের হয়েছি সকাল ৮টায়। রাস্তায় জ্যামের কথা মাথায় রেখে বাইক নিয়ে এসেছি। তার পরও তিন জায়গায় জ্যামে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি। যতক্ষণ জ্যামে আটকা ছিলাম ততক্ষণ যে মানসিক চাপ অনুভব হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। দুই ঘণ্টা হাতে রেখে রওনা দিয়ে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে পৌঁছেছি। এটা একজন পরীক্ষার্থী ও তার অভিভাবকের জন্য বিশাল দুশ্চিন্তার কারণ।'
একই কেন্দ্রের সামনে কথা হয় মাহফুজুর রহমান নামের আরেক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই। কেন্দ্রের শৃঙ্খলাও বেশ ভালো। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলাটা একটু বেশিই।'
দীর্ঘ অপেক্ষা শেষে আজ রোববার শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসার কথা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪। প্রতিদিন দুই শিফটে (সকাল-বিকেল) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৩ নভেম্বর।
আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষে আই রেখায় পরীক্ষার্থীদের বসানো হয়েছে। মাঝে ফাঁকা রেখে বড় বেঞ্চের দুই মাথায় বসেছে শিক্ষার্থীরা। তবে কেন্দ্রে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের হ্যান্ড স্যানিটাইজ বা স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম করতে দেখা যায়নি।
এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশের ৪২৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয়, সে ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।
সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। শেষ হবে ১১টা ৩০ মিনিটে। সকালের শিফটে ১০টায় বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বিকেলের শিফট ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ সোমবার ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সহযোগিতা
৪ ঘণ্টা আগেপরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তাঁরা রাস্তা দখল করে আন্দোলন করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদ
৫ ঘণ্টা আগেপ্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
১৫ ঘণ্টা আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
১৬ ঘণ্টা আগে