নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে ৫৪ হাজার জনকে নিয়োগ দেওয়ার বাধা কেটেছে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ওপর থেকে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় এখন শিক্ষক নিয়োগ দিতে আর বাধা নেই।
এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করে আজ সোমবার হাই কোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল বেঞ্চ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে এনটিআরসিএর প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে রিটকারী আড়াই হাজার প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
বেসরকারি স্কুল-কলেজে ৫৪ হাজার ৩০৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গত ৩০ মার্চ তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
এর আগে বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষক নিবন্ধন সনদধারীর ১৬৬টি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। সেখানে বেশ কিছু নির্দেশনা সরকারকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এসব নির্দেশনা বাস্তবায়ন না করে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। পরে রিট আবেদনকারীরা এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
আদালত অবমাননার শুনানি করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে এক মাসের নিষেধাজ্ঞা দেন। গত ৬ মে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে হাইকোর্ট প্রথম থেকে ১২ তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন।
আদালত অবমাননার আবেদনকারী প্রার্থীদের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এনটিআরসিএর পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ।
আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। সরকার সেই ক্ষমতা খর্ব করে এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে ৫৪ হাজার জনকে নিয়োগ দেওয়ার বাধা কেটেছে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ওপর থেকে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় এখন শিক্ষক নিয়োগ দিতে আর বাধা নেই।
এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করে আজ সোমবার হাই কোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল বেঞ্চ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে এনটিআরসিএর প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে রিটকারী আড়াই হাজার প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
বেসরকারি স্কুল-কলেজে ৫৪ হাজার ৩০৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গত ৩০ মার্চ তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
এর আগে বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষক নিবন্ধন সনদধারীর ১৬৬টি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। সেখানে বেশ কিছু নির্দেশনা সরকারকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এসব নির্দেশনা বাস্তবায়ন না করে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। পরে রিট আবেদনকারীরা এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
আদালত অবমাননার শুনানি করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে এক মাসের নিষেধাজ্ঞা দেন। গত ৬ মে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে হাইকোর্ট প্রথম থেকে ১২ তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন।
আদালত অবমাননার আবেদনকারী প্রার্থীদের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এনটিআরসিএর পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ।
আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। সরকার সেই ক্ষমতা খর্ব করে এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
১৩ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
১ দিন আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
১ দিন আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে