নতুন নিয়মে মাধ্যমিকে মূল্যায়নের প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২৩: ৩৭
Thumbnail image

নতুন শিক্ষাক্রমের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে আজ। মূল্যায়নের প্রথম দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চারটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। তবে এ মূল্যায়নের প্রশ্নপত্র (কীভাবে কাজ করতে হবে) ফাঁসের অভিযোগ উঠেছে। 

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানিয়েছেন, মূল্যায়নের একাধিক প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে ছড়িয়েছে। এর সঙ্গে আজ অনুষ্ঠিত মূল্যায়নের প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। 

খোঁজ নিয়ে দেখা গেছে, মঙ্গলবার রাতে মূল্যায়নের প্রশ্নপত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপ, শিক্ষাবিষয়ক পেজ, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নামে চালানো ফেসবুক পেজে শেয়ার করেছেন। অনেকে এই প্রশ্নপত্র নিয়ে টিউটোরিয়ালও বানিয়েছেন। 

এ বিষয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া একাধিক শিক্ষার্থীর অভিভাবকের দাবি, গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন পত্র দেখা যায়। আজ পরীক্ষার হলে গিয়ে সেই প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। 

জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, প্রশ্নফাঁস হয়েছে বিষয়টি এমন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও এর উত্তর সংবলিত টিউটোরিয়াল ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এটিকে প্রশ্নফাঁস মনে করে বিভ্রান্ত হচ্ছে। শিক্ষকরাও হয়তো এটি ভুল করে শেয়ার করেছেন। 

তিনি আরও বলেন, নৈপুণ্য অ্যাপে শুধুমাত্র প্রধান শিক্ষকদের আইডি রয়েছে। শিক্ষকদের এখানে ঢোকার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের সরবরাহ করবেন প্রধান শিক্ষক। এ ক্ষেত্রে যদি কারও গাফিলতি থাকে সেই আইডি ট্র্যাক করা হবে। এ বিষয়ে অধিদপ্তরগুলোর মাধ্যমে একটি নির্দেশনা স্কুলগুলোতে পাঠানো হবে। 

এ দিকে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী জানিয়েছেন নতুন শিক্ষাক্রমে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। কারণ শিক্ষার্থীকে অবশ্যই কার্যক্রমে অংশ নিয়ে পারদর্শিতার স্তর অতিক্রম করতে হবে। আজ বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন। 

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত