নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন শিক্ষাক্রমের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে আজ। মূল্যায়নের প্রথম দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চারটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। তবে এ মূল্যায়নের প্রশ্নপত্র (কীভাবে কাজ করতে হবে) ফাঁসের অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানিয়েছেন, মূল্যায়নের একাধিক প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে ছড়িয়েছে। এর সঙ্গে আজ অনুষ্ঠিত মূল্যায়নের প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, মঙ্গলবার রাতে মূল্যায়নের প্রশ্নপত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপ, শিক্ষাবিষয়ক পেজ, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নামে চালানো ফেসবুক পেজে শেয়ার করেছেন। অনেকে এই প্রশ্নপত্র নিয়ে টিউটোরিয়ালও বানিয়েছেন।
এ বিষয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া একাধিক শিক্ষার্থীর অভিভাবকের দাবি, গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন পত্র দেখা যায়। আজ পরীক্ষার হলে গিয়ে সেই প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, প্রশ্নফাঁস হয়েছে বিষয়টি এমন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও এর উত্তর সংবলিত টিউটোরিয়াল ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এটিকে প্রশ্নফাঁস মনে করে বিভ্রান্ত হচ্ছে। শিক্ষকরাও হয়তো এটি ভুল করে শেয়ার করেছেন।
তিনি আরও বলেন, নৈপুণ্য অ্যাপে শুধুমাত্র প্রধান শিক্ষকদের আইডি রয়েছে। শিক্ষকদের এখানে ঢোকার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের সরবরাহ করবেন প্রধান শিক্ষক। এ ক্ষেত্রে যদি কারও গাফিলতি থাকে সেই আইডি ট্র্যাক করা হবে। এ বিষয়ে অধিদপ্তরগুলোর মাধ্যমে একটি নির্দেশনা স্কুলগুলোতে পাঠানো হবে।
এ দিকে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী জানিয়েছেন নতুন শিক্ষাক্রমে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। কারণ শিক্ষার্থীকে অবশ্যই কার্যক্রমে অংশ নিয়ে পারদর্শিতার স্তর অতিক্রম করতে হবে। আজ বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।
নতুন শিক্ষাক্রমের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে আজ। মূল্যায়নের প্রথম দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চারটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। তবে এ মূল্যায়নের প্রশ্নপত্র (কীভাবে কাজ করতে হবে) ফাঁসের অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানিয়েছেন, মূল্যায়নের একাধিক প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে ছড়িয়েছে। এর সঙ্গে আজ অনুষ্ঠিত মূল্যায়নের প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, মঙ্গলবার রাতে মূল্যায়নের প্রশ্নপত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপ, শিক্ষাবিষয়ক পেজ, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নামে চালানো ফেসবুক পেজে শেয়ার করেছেন। অনেকে এই প্রশ্নপত্র নিয়ে টিউটোরিয়ালও বানিয়েছেন।
এ বিষয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া একাধিক শিক্ষার্থীর অভিভাবকের দাবি, গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন পত্র দেখা যায়। আজ পরীক্ষার হলে গিয়ে সেই প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, প্রশ্নফাঁস হয়েছে বিষয়টি এমন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও এর উত্তর সংবলিত টিউটোরিয়াল ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এটিকে প্রশ্নফাঁস মনে করে বিভ্রান্ত হচ্ছে। শিক্ষকরাও হয়তো এটি ভুল করে শেয়ার করেছেন।
তিনি আরও বলেন, নৈপুণ্য অ্যাপে শুধুমাত্র প্রধান শিক্ষকদের আইডি রয়েছে। শিক্ষকদের এখানে ঢোকার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের সরবরাহ করবেন প্রধান শিক্ষক। এ ক্ষেত্রে যদি কারও গাফিলতি থাকে সেই আইডি ট্র্যাক করা হবে। এ বিষয়ে অধিদপ্তরগুলোর মাধ্যমে একটি নির্দেশনা স্কুলগুলোতে পাঠানো হবে।
এ দিকে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী জানিয়েছেন নতুন শিক্ষাক্রমে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। কারণ শিক্ষার্থীকে অবশ্যই কার্যক্রমে অংশ নিয়ে পারদর্শিতার স্তর অতিক্রম করতে হবে। আজ বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দি
৩ ঘণ্টা আগেজীবনের প্রতিটি ধাপে ছোট-বড় অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার অস্তিত্ব শুরু হয়েছিল অসাধারণ জয় দিয়ে। আমরা ৪০ কোটি শুক্রাণুর মধ্যে একমাত্র বিজয়ী হয়ে জন্মেছি।
৩ ঘণ্টা আগেঅনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন।
১৫ ঘণ্টা আগেএতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে...
১৬ ঘণ্টা আগে