ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষা ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (FLC), জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (JLC) এবং চীনা ভাষা ও সংস্কৃতি প্রোগ্রামের (CLC) শূন্য আসনে শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রয়েছে।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ-৩.২৫ বা দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ-৬.৫০ থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত