ইবির ৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ২৪
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের আটজন শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’। অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তাঁদের এই পদকে মনোনীত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তালিকা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনোনীত শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইমতিয়াজ উদ্দিন, কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী। সামাজিকবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন অনুষদের আইন বিভাগের রুবাইয়া ইয়াসমিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান। 

এ ছাড়া বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস। 

২০১৩-১৪ থেকে ২০১৫-১৬ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের যেসব বিভাগের চূড়ান্ত ফলাফল ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে প্রকাশিত হয়েছে, তাঁদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মনোনীত করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীকে দেওয়া হয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন  (ইউজিসি) প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 

বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত