ডেনমার্কে ডেনিশ সরকারি বৃত্তি

শিক্ষা ডেস্ক
Thumbnail image

বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ)। বিশ্ববিদ্যালয়টির এ স্কলারশিপ দেশটির সরকারি বৃত্তি হিসেবে পরিচিত। এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি ও উপবৃত্তির সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার খরচের জন্য মাসে ৩ হাজার ডেনিশ ক্রোন (বাংলাদেশি টাকায় ৫০ হাজার ৫৭ টাকা) দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

ডেনমার্ক সরকারি বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। আগ্রহী প্রার্থীদের উচ্চশিক্ষার একটি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের ডেনমার্কে ডিগ্রি গ্রহণের সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়া হবে।

নির্বাচনের মানদণ্ড

আবেদনকারী প্রার্থীদের থেকে সেরা ও যোগ্য শিক্ষার্থীদের পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতে প্রার্থীদের ডেনিশ স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখের আগেই প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত