শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ–উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

শিক্ষা ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২১: ১৩
Thumbnail image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার নিয়োগ পেয়েছেন। 

২ অক্টোবর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অধ্যাপক ড. মো. বেলাল হোসেনকে উপ–উপাচার্য এবং অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারকে কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে। 

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার কিসমত চানেশ্বরী গ্রামের মৃত মো. নাজিম উদ্দীনের তৃতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং CEMB-TWAS থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ঢাকার সাভারের বোয়ালিয়াপাড়ার মৃত মো. হারুনূর রশিদের দ্বিতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত