ক্লাসে ফিরতে পারল না ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৩: ৫১
Thumbnail image

বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে স্কুলে ফিরতে পারল না কোমলমতি ওই শিক্ষার্থীরা। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই খারিজ আদেশ দেন। 

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে হাইকোর্টের রায় বহাল রইল। 

হাইকোর্টের রায় অনুসারে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিতে আইনগত কোনো বাধা নেই। এরই মধ্যে অনেকে যোগাযোগ করছেন ভর্তির জন্য। 

এর আগে বয়সসীমা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে গত ২১ মে রায় দেন হাইকোর্ট। রায়ে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। 

ওই রায়ের ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়। এরপর ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে পৃথক লিভ টু আপিল করা হয়। 

লিভ টু আপিলের পক্ষে ছিলেন—জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মুস্তাফিজুর রহমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত