রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। বিগত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ পাসের হার। পাসের হারে এবারও রাজশাহী বোর্ডের মেয়েরা এগিয়ে আছে। টানা সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২১ সালের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। তাদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষায় পাস করেছে। এতে গড় পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ।
এর আগে ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার ছিল।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯৫ দশমিক ৪৬ শতাংশ ছাত্রী পাস করেছে। ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর ৯১ দশমিক ৪৫ শতাংশ মেয়ে ও ৮৯ দশমিক ৩৭ শতাংশ ছেলে এবং ২০১৯ সালে ৯২ দশমিক ৯৬ শতাংশ মেয়ে ও ৯০ দশমিক ৪৪ শতাংশ ছেলে পাস করে। ফলে পাসের হারে গত সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন। ২০১৯ সাল থেকেই জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে মেয়েরা। এবার ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭। এর মধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কোনো স্কুল থেকে কেউ পাস করেনি, এবার এ রকম কোনো প্রতিষ্ঠান নেই।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তার পরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফলাফল হয়েছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। বিগত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ পাসের হার। পাসের হারে এবারও রাজশাহী বোর্ডের মেয়েরা এগিয়ে আছে। টানা সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২১ সালের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। তাদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষায় পাস করেছে। এতে গড় পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ।
এর আগে ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার ছিল।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯৫ দশমিক ৪৬ শতাংশ ছাত্রী পাস করেছে। ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর ৯১ দশমিক ৪৫ শতাংশ মেয়ে ও ৮৯ দশমিক ৩৭ শতাংশ ছেলে এবং ২০১৯ সালে ৯২ দশমিক ৯৬ শতাংশ মেয়ে ও ৯০ দশমিক ৪৪ শতাংশ ছেলে পাস করে। ফলে পাসের হারে গত সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন। ২০১৯ সাল থেকেই জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে মেয়েরা। এবার ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭। এর মধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কোনো স্কুল থেকে কেউ পাস করেনি, এবার এ রকম কোনো প্রতিষ্ঠান নেই।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তার পরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফলাফল হয়েছে।
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
১১ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
২০ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
২০ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে