প্রতিনিধি, চবি
স্বামীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। স্বামীর মৃত্যুর খবর শুনে টানা চার ঘণ্টা বসে ছিলেন চেয়ারে। পরে অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। স্বামীর মৃত্যুর ঠিক ১০ দিন পর আজ রোববার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক খালেদা হানুম।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ।
এর আগে গত ২৪ জুন তাঁর স্বামী অধ্যাপক মুহাম্মদ আলী মারা যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।
অধ্যাপক মহীবুল আজিজ জানান, স্বামী মারা যাওয়ায় উনি অনেক বেশি দুঃখ পান। তাঁরা একে অপরের ছায়া ছিলেন। টানা চার ঘণ্টা একটি চেয়ারে বসে ছিলেন। সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সবকিছু ছাড়িয়ে আজ তিনি চলে গেলেন পরপারে। জোহরের নামাজের পর নগরীর চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, `খালেদা হানুম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক ও অনুবাদক। তাঁর লেখা বেশ কিছু বই রয়েছে। তাঁকে নিয়ে “খালেদা হানুম : সৃজন ও মনন” নামে আমিও একটি বই লিখেছি।'
অধ্যাপক খালেদা হানুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী ড. মুহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন।
স্বামীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। স্বামীর মৃত্যুর খবর শুনে টানা চার ঘণ্টা বসে ছিলেন চেয়ারে। পরে অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। স্বামীর মৃত্যুর ঠিক ১০ দিন পর আজ রোববার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক খালেদা হানুম।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ।
এর আগে গত ২৪ জুন তাঁর স্বামী অধ্যাপক মুহাম্মদ আলী মারা যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।
অধ্যাপক মহীবুল আজিজ জানান, স্বামী মারা যাওয়ায় উনি অনেক বেশি দুঃখ পান। তাঁরা একে অপরের ছায়া ছিলেন। টানা চার ঘণ্টা একটি চেয়ারে বসে ছিলেন। সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সবকিছু ছাড়িয়ে আজ তিনি চলে গেলেন পরপারে। জোহরের নামাজের পর নগরীর চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, `খালেদা হানুম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক ও অনুবাদক। তাঁর লেখা বেশ কিছু বই রয়েছে। তাঁকে নিয়ে “খালেদা হানুম : সৃজন ও মনন” নামে আমিও একটি বই লিখেছি।'
অধ্যাপক খালেদা হানুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী ড. মুহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
২৯ মিনিট আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
৩৭ মিনিট আগেইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
১১ ঘণ্টা আগে