প্রতিনিধি
চবি: গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পরীক্ষা দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। লকডাউনের ঘোষণা আসার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত না করায় বাড়িতে যেতে পারেননি অনেক শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা শুধুমাত্র ঢাকায় পৌঁছে দেবে।
চবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে। আর এতে করে বিপাকে পড়েন নৃবিজ্ঞান, সংস্কৃত, রাজনীতি বিজ্ঞান, বাংলা, ফার্সী, ফিন্যান্সসহ ২৭-৩০ জুনের মধ্যে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।
ময়মনসিংহ থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাখখারুল ইসলাম ভূইয়া টিটু জানান, এখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা পড়েন। কর্তৃপক্ষ যদি ঢাকায় পৌঁছে দেন তাহলে দেশের অন্য প্রান্তের শিক্ষার্থীরা ঢাকা থেকে কীভাবে যাবেন?
তিনি আরও বলেন, `কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ নিজস্ব বাস সার্ভিসের মাধ্যমে তাঁদের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছে। এখন এই লকডাউনের মধ্যে আমাদের নিরাপদে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানবিক কর্তব্য বলে আমি মনে করি।'
শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, `আমার বাড়ি পঞ্চগড়। আমি ঢাকা থেকে এই লকডাউনে কীভাবে যাব? '
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া সম্ভব না। বিষয়টি প্রক্টর অফিস তদারকি করবে। যারা ঢাকা যেতে ইচ্ছুক, তাঁরা প্রক্টরের সঙ্গে যোগাযোগ করবে।
চবি: গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পরীক্ষা দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। লকডাউনের ঘোষণা আসার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত না করায় বাড়িতে যেতে পারেননি অনেক শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা শুধুমাত্র ঢাকায় পৌঁছে দেবে।
চবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে। আর এতে করে বিপাকে পড়েন নৃবিজ্ঞান, সংস্কৃত, রাজনীতি বিজ্ঞান, বাংলা, ফার্সী, ফিন্যান্সসহ ২৭-৩০ জুনের মধ্যে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।
ময়মনসিংহ থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাখখারুল ইসলাম ভূইয়া টিটু জানান, এখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা পড়েন। কর্তৃপক্ষ যদি ঢাকায় পৌঁছে দেন তাহলে দেশের অন্য প্রান্তের শিক্ষার্থীরা ঢাকা থেকে কীভাবে যাবেন?
তিনি আরও বলেন, `কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ নিজস্ব বাস সার্ভিসের মাধ্যমে তাঁদের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছে। এখন এই লকডাউনের মধ্যে আমাদের নিরাপদে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানবিক কর্তব্য বলে আমি মনে করি।'
শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, `আমার বাড়ি পঞ্চগড়। আমি ঢাকা থেকে এই লকডাউনে কীভাবে যাব? '
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া সম্ভব না। বিষয়টি প্রক্টর অফিস তদারকি করবে। যারা ঢাকা যেতে ইচ্ছুক, তাঁরা প্রক্টরের সঙ্গে যোগাযোগ করবে।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
৮ মিনিট আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
১৬ মিনিট আগেইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
১১ ঘণ্টা আগে