প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: যশোর শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ১৫: ৫৬
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১: ০৩

উচ্চমাধ্যমিকের (এইচএসসি) বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন রাখার ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে যশোর শিক্ষা বোর্ড। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আহসান হাবীব আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

আহসান হাবীব বলেন, বিষয়টি খতিয়ে দেখতে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম রব্বানীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাশ। কমিটিকে পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, তদন্ত কমিটির সুপারিশ বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন রাখার ঘটনায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ ঘটনায় ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্যাডে চিহ্নিত শিক্ষকদের নাম ও পরিচয় সংবলিত একটি অস্বাক্ষরিত নথি আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে সরবরাহ করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত