রুয়েট কুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ জুন ২০২৩, ২১: ৩০
Thumbnail image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ফলাফল কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চুয়েট, কুয়েট ও রুয়েটের ফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১ থেকে ১৩২৯০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৭৯৭ পর্যন্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় যে যত তম হয়েছে, সেটিই সম্মিলিতভাবে তাঁর মেধাস্থান।

উল্লেখ্য, চলতি বছর রুয়েট, কুয়েট ও চুয়েট সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ২৩১ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত