সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
২ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৫ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১৫ ঘণ্টা আগে