প্রতিনিধি, চবি
পরিবহনের দাবিতে হওয়া মানববন্ধনে পালি বিভাগের এক শিক্ষার্থীকে অংশ নিতে বাধ্য করার অভিযোগে তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এই নোটিশ তিন শিক্ষার্থীর বিভাগে পাঠানো হয়। যদিও অভিযুক্তদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বাধ্য করে অভিযোগ আনিয়েছে।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন, পদার্থবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফি নিতু, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত ও ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শাহ মোহাম্মদ শিহাব। রাজেশ্বর ও শিহাব গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কর্মী।
অন্যদিকে অভিযোগকারী শিক্ষার্থীর নাম মিটন চাকমা। তিনি পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, মিটন চাকমা নিজ উদ্যোগে আন্দোলনে এসেছে। প্রক্টর অফিসে তাকে আটকে রেখে জোর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সে আমাদের কাছে সেটি স্বীকার করে।
অপর অভিযুক্ত রাজেশ্বর দাশগুপ্ত বলেন, গত ২ সেপ্টেম্বর আমরা মানববন্ধন শেষে প্রক্টর অফিসে স্মারকলিপি দিতে যাই। তখন স্মারকলিপি গ্রহণ করে রিসিভড কপি না দিয়ে হয়রানি করে। পরে বাকিদের বের করে মিটন চাকমাকে আটকে রাখে। পরে পরীক্ষা দিতে দেবে না বলে জোর করে আমাদের নামে অভিযোগ দিতে বাধ্য করেছে।
অভিযোগকারী মিটন চাকমার বক্তব্য জানতে কয়েকবার মুঠোফোনে কল দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, অভিযোগকারী বিভাগের পরীক্ষা শুরু হওয়ার আগে সবার আগে লিখিত দিয়েছে তার পরিবহন ও আবাসিক হল খোলা লাগবে না। পরে আমরা তাকে জিজ্ঞেস করতে জানালে তাকে বাধ্য করা হয়েছে মানববন্ধনে অংশ নিতে। পরে সে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এর প্রেক্ষিতে তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।
এদিকে প্রশাসন কর্তৃক তিন ছাত্র নেতাকে মিথ্যা অভিযোগে শোকজের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
পরিবহনের দাবিতে হওয়া মানববন্ধনে পালি বিভাগের এক শিক্ষার্থীকে অংশ নিতে বাধ্য করার অভিযোগে তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এই নোটিশ তিন শিক্ষার্থীর বিভাগে পাঠানো হয়। যদিও অভিযুক্তদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বাধ্য করে অভিযোগ আনিয়েছে।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন, পদার্থবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফি নিতু, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত ও ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শাহ মোহাম্মদ শিহাব। রাজেশ্বর ও শিহাব গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কর্মী।
অন্যদিকে অভিযোগকারী শিক্ষার্থীর নাম মিটন চাকমা। তিনি পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, মিটন চাকমা নিজ উদ্যোগে আন্দোলনে এসেছে। প্রক্টর অফিসে তাকে আটকে রেখে জোর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সে আমাদের কাছে সেটি স্বীকার করে।
অপর অভিযুক্ত রাজেশ্বর দাশগুপ্ত বলেন, গত ২ সেপ্টেম্বর আমরা মানববন্ধন শেষে প্রক্টর অফিসে স্মারকলিপি দিতে যাই। তখন স্মারকলিপি গ্রহণ করে রিসিভড কপি না দিয়ে হয়রানি করে। পরে বাকিদের বের করে মিটন চাকমাকে আটকে রাখে। পরে পরীক্ষা দিতে দেবে না বলে জোর করে আমাদের নামে অভিযোগ দিতে বাধ্য করেছে।
অভিযোগকারী মিটন চাকমার বক্তব্য জানতে কয়েকবার মুঠোফোনে কল দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, অভিযোগকারী বিভাগের পরীক্ষা শুরু হওয়ার আগে সবার আগে লিখিত দিয়েছে তার পরিবহন ও আবাসিক হল খোলা লাগবে না। পরে আমরা তাকে জিজ্ঞেস করতে জানালে তাকে বাধ্য করা হয়েছে মানববন্ধনে অংশ নিতে। পরে সে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এর প্রেক্ষিতে তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।
এদিকে প্রশাসন কর্তৃক তিন ছাত্র নেতাকে মিথ্যা অভিযোগে শোকজের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
১ মিনিট আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
৯ মিনিট আগেইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
১১ ঘণ্টা আগে