Ajker Patrika

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করতে হবে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। আগামীকাল সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এর ফি নির্ধারণ করা হয়েছে প্রতি পত্রের জন্য ১২৫ টাকা। 

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, আগামীকাল সোমবার (১৩ মে) এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা ১৯ মে পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। 

আবেদন যেভাবে
শুধু টেলিটক প্রিপেইড নম্বর থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। 

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেনটিফিকেশন নম্বর) দেওয়া হবে। এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে (যেকোনো) ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। 

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ মোবাইল ব্যালেন্স থেকে কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে। 

চলতি বছর ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ১৩ হাজার ৫৯৭০ জন শিক্ষার্থী ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল। পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯। এ পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। গত বছর জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। অর্থাৎ জিপিএ–৫ কমেছে ১ হাজার ৪৪৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত