আসিফ শিশির
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। ১৯ জুন থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পদার্থবিজ্ঞান পরীক্ষা ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে ৩০ জুন বৃহস্পতিবার। আজ তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে।
পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট আটটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া থাকবে। সেগুলো হলো–
অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ
অধ্যায়-২: গতি
অধ্যায়-৩: বল
অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা
অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ
অধ্যায়-৭: তরঙ্গ ও শব্দ
অধ্যায়-৮: আলোর প্রতিফলন
অধ্যায়-১১: চল তড়িৎ।
বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি দিয়ে পরীক্ষা শুরু হবে এবং পরে সেটা শেষ হয়ে সঙ্গে সঙ্গেই সৃজনশীল লিখিত অংশ শুরু হবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য মোট সময় পাবে দুই ঘণ্টা। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ২০ মিনিট ও পরে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আটটি অধ্যায়ের সবগুলোই রিভাইস দেবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, তাই কোনো অধ্যায় বাদ দেবে না। প্রশ্নপত্রে মোট ২৫টি প্রশ্ন থাকবে, তোমাকে ১৫টির উত্তর দিতে হবে। ২০ মিনিট সময়ের মধ্যে ১৫টি অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলোর উত্তর দেবে। তোমার কাছে জটিল ও অচেনা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেবে।
সৃজনশীল অংশ
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে মাত্র ৩টি সৃজনশীল প্রশ্নের। এর জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। সৃজনশীল প্রশ্ন হাতে পেয়ে শুরুতেই ৮টি প্রশ্নের সবগুলোই উদ্দীপকসহ ভালো করে দেখে নেবে। সেখান থেকে সহজ ৩টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বাছাই করবে। তোমার কাছে উদ্দীপক পরিচিত মনে হলে সেগুলো উত্তর দেবে। কখনোই অচেনা-অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্নের রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। যেহেতু পরীক্ষার শেষ মুহূর্ত চলছে, কাজেই কঠিন প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না।
ক্রিয়েটিভ লিখিত অংশের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক হলো:
অধ্যায়-২: ছক ও গ্রাফের ক্রিয়েটিভ, বিভিন্ন যানবাহনের ত্বরণ ও মন্দণের ক্রিয়েটিভ।
অধ্যায়-৩: পড়ন্ত বস্তুর ক্রিয়েটিভ, বন্দুক-গুলির ক্রিয়েটিভ, সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্রিয়েটিভ।
অধ্যায়-৪: গতিশক্তি ও বিভবশক্তির ক্রিয়েটিভ, পাম্প দিয়ে কুয়া-ছাদে পানি তোলার ক্রিয়েটিভ।
অধ্যায়-৫: আর্কিমিডিসের নীতি অনুসারে পানিতে ভাসা-ডোবা, প্যাসকেলের সূত্রমতে হাইড্রোলিক প্রেসের ক্রিয়েটিভ।
অধ্যায়-৭: প্রতিধ্বনির ক্রিয়েটিভ, অনুদৈর্ঘ্য-অনুপ্রস্থ তরঙ্গের ছবিসমৃদ্ধ ক্রিয়েটিভ।
অধ্যায়-৮: অবতল দর্পণের ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ ও বিবর্ধন নির্ণয়; বাস্তব-অবাস্তব প্রতিবিম্ব গঠন ও প্রকৃতি বিশ্লেষণ।
অধ্যায়-১১: রোধের সংযোগ, তুল্যরোধ, প্রবাহের পরিবর্তন, বিভব পার্থক্য নির্ণয়, ক্ষমতা নির্ণয়, বিদ্যুৎ বিলের হিসাব।
লেখার সময় হঠাৎ কোনো কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে। খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না, কিছু ভুল হলে এক টানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। একেবারে পরীক্ষার শেষ দিকে খাতাটি রিভাইস দিয়ে আসবে, কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির,প্রভাষক, ঢাকা কমার্স কলেজ,মিরপুর, ঢাকা।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। ১৯ জুন থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পদার্থবিজ্ঞান পরীক্ষা ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে ৩০ জুন বৃহস্পতিবার। আজ তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে।
পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট আটটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া থাকবে। সেগুলো হলো–
অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ
অধ্যায়-২: গতি
অধ্যায়-৩: বল
অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা
অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ
অধ্যায়-৭: তরঙ্গ ও শব্দ
অধ্যায়-৮: আলোর প্রতিফলন
অধ্যায়-১১: চল তড়িৎ।
বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি দিয়ে পরীক্ষা শুরু হবে এবং পরে সেটা শেষ হয়ে সঙ্গে সঙ্গেই সৃজনশীল লিখিত অংশ শুরু হবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য মোট সময় পাবে দুই ঘণ্টা। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ২০ মিনিট ও পরে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আটটি অধ্যায়ের সবগুলোই রিভাইস দেবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, তাই কোনো অধ্যায় বাদ দেবে না। প্রশ্নপত্রে মোট ২৫টি প্রশ্ন থাকবে, তোমাকে ১৫টির উত্তর দিতে হবে। ২০ মিনিট সময়ের মধ্যে ১৫টি অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলোর উত্তর দেবে। তোমার কাছে জটিল ও অচেনা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেবে।
সৃজনশীল অংশ
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে মাত্র ৩টি সৃজনশীল প্রশ্নের। এর জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। সৃজনশীল প্রশ্ন হাতে পেয়ে শুরুতেই ৮টি প্রশ্নের সবগুলোই উদ্দীপকসহ ভালো করে দেখে নেবে। সেখান থেকে সহজ ৩টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বাছাই করবে। তোমার কাছে উদ্দীপক পরিচিত মনে হলে সেগুলো উত্তর দেবে। কখনোই অচেনা-অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্নের রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। যেহেতু পরীক্ষার শেষ মুহূর্ত চলছে, কাজেই কঠিন প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না।
ক্রিয়েটিভ লিখিত অংশের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক হলো:
অধ্যায়-২: ছক ও গ্রাফের ক্রিয়েটিভ, বিভিন্ন যানবাহনের ত্বরণ ও মন্দণের ক্রিয়েটিভ।
অধ্যায়-৩: পড়ন্ত বস্তুর ক্রিয়েটিভ, বন্দুক-গুলির ক্রিয়েটিভ, সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্রিয়েটিভ।
অধ্যায়-৪: গতিশক্তি ও বিভবশক্তির ক্রিয়েটিভ, পাম্প দিয়ে কুয়া-ছাদে পানি তোলার ক্রিয়েটিভ।
অধ্যায়-৫: আর্কিমিডিসের নীতি অনুসারে পানিতে ভাসা-ডোবা, প্যাসকেলের সূত্রমতে হাইড্রোলিক প্রেসের ক্রিয়েটিভ।
অধ্যায়-৭: প্রতিধ্বনির ক্রিয়েটিভ, অনুদৈর্ঘ্য-অনুপ্রস্থ তরঙ্গের ছবিসমৃদ্ধ ক্রিয়েটিভ।
অধ্যায়-৮: অবতল দর্পণের ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ ও বিবর্ধন নির্ণয়; বাস্তব-অবাস্তব প্রতিবিম্ব গঠন ও প্রকৃতি বিশ্লেষণ।
অধ্যায়-১১: রোধের সংযোগ, তুল্যরোধ, প্রবাহের পরিবর্তন, বিভব পার্থক্য নির্ণয়, ক্ষমতা নির্ণয়, বিদ্যুৎ বিলের হিসাব।
লেখার সময় হঠাৎ কোনো কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে। খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না, কিছু ভুল হলে এক টানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। একেবারে পরীক্ষার শেষ দিকে খাতাটি রিভাইস দিয়ে আসবে, কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির,প্রভাষক, ঢাকা কমার্স কলেজ,মিরপুর, ঢাকা।
ইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
৫ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
৯ ঘণ্টা আগেবইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন আমাদের নতুন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, অজানা অনুভূতিগুলোর কথা বলে এবং জীবনকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। এরই অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ শাখা পাঠকবন্ধুর উদ্যোগে আয়োজন করা হয়েছে বই
১০ ঘণ্টা আগেবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) অনলাইনে এমপিও আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
১২ ঘণ্টা আগে