বিইউপিতে ভর্তি-ইচ্ছুকদের জন্য পরামর্শ

Thumbnail image

১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। হাতে খুব বেশি সময় নেই। এই অল্প সময়ের ব্যবধানে কীভাবে একটি গোছানো প্রস্তুতি নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিইউপির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মুসাররাত আবির। 

শেষ মুহূর্তে এসে নতুন কোনো বিষয় পড়ার মানেই হয় না। তার বদলে আগের পড়া বিষয়গুলো বেশি করে রিভিশন দাও। তা ছাড়া বিগত কয়েক মাস নিশ্চয় অনেক পড়েছ। তাই শেষ কিছুদিন ঠান্ডা মাথায় যে বিষয়গুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের পাশাপাশি পুরোনো বিষয়গুলোই মনোযোগ দিয়ে পড়তে থাকো।

সময়ের দিকে খেয়াল রেখো
অনেক সময় শিক্ষার্থীর জানা প্রশ্নের উত্তরও না লিখে চলে আসতে হয় সময়ের দিকে খেয়াল না রাখার কারণে। তাই শুধু পড়াশোনা করে গেলেই চলবে না, কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার কৌশলও রপ্ত করতে হবে।

পড়াশোনার স্ট্র‍্যাটেজি
বিইউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থী ভোকাবুলারি নিয়ে অনেক সমস্যায় ভোগে। কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে গিয়ে গ্রামারের অনেক অংশই পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় থাকে না। সে ক্ষেত্রে একটু কৌশলী হয়ে পড়াশোনা করতে হবে। একটি বিষয় আয়ত্ত করতে গিয়ে অন্য বিষয়গুলোর দিকে কম সময় দেওয়া যাবে না। আর যদি দেখো, কোনো একটি বিষয় মনে রাখতে খুব কষ্ট হচ্ছে, তাহলে সেটি বাদ দিয়ে অন্য বিষয় পড়ো। মোদ্দাকথা, সময় নষ্ট করা যাবে না। স্ট্র‍্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে। 

বেশি বেশি প্রশ্ন সমাধান করো
পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। বাজারে মডেল টেস্টের বিভিন্ন বই পাওয়া যায়। সেই বইগুলো সংগ্রহ করে নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা দিয়ে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারো। এতে করে পরীক্ষাভীতি দূর হবে, আর প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন বোঝাটাই সবচেয়ে কঠিন সমস্যা। তাই যত পারো, প্রশ্ন সমাধান করো।

অনুষদভিত্তিক পরামর্শ

  • ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি: এই অনুষদে মোট ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। মোট চারটি বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষার মানবণ্টন হলো: গণিত ২০, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ ও জীববিজ্ঞান ২০। এই চারটি বিষয়ের মধ্য থেকে যেকোনো তিনটি বিষয়ের উত্তর দিতে হবে। ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে বিইউপির প্রশ্নব্যাংকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংকগুলো সমাধান করতে হবে।
  • ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র‍্যাটেজিক স্টাডিজ: ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০, বাংলা ২০—এই তিনটি বিষয়ে প্রশ্ন হয়ে থাকে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পরীক্ষায়। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বোর্ড বই তথা সাহিত্যপাঠের লেখক পরিচিতি, গদ্য-পদ্যের শব্দার্থ ও টিকা, সিলেবাসভুক্ত গদ্য-পদ্যের কোনটি কোন গ্রন্থ থেকে নেওয়া এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত, নাটক ও উপন্যাসের প্রধান চরিত্র এবং উক্তি—এ বিষয়গুলোর ওপর চোখ বুলিয়ে যেয়ো।
  • বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলা ভাষার উৎস ও প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ প্রকরণ, অক্ষর বানান, ণত্ব ও স্বত্ব বিধান, সন্ধি, কারক ও বিভক্তি, অনুসর্গ ও বচন, সমাস, শব্দ ও শব্দের শ্রেণিবিভাগ, শব্দের উৎস, বাক্য প্রকরণ, বাক্য পরিবর্তন, প্রকৃতি ও প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, বাগধারা, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ, প্রবাদ-প্রবচন, সমার্থক শব্দ, বাক্য শুদ্ধ করা—এসব বিষয় অবশ্যই পড়তে হবে।
  • ইংরেজির জন্য ভোকাবুলারির পাশাপাশি Right Form Of Verb, Subject Verb Agreement, Voice, Degree, Determiner, Article, Number, Conditional Sentence, Correction, Parts Of Speech, Pin Point Eror, Parralism & Sentence Structure—গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে দেখতে হবে।
  • সাধারণ জ্ঞান অংশে সাহিত্য, সরকারব্যবস্থা, ছিটমহল উপজাতি, নৃগোষ্ঠী ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অংশে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, রাষ্ট্রপ্রধানের নাম, কিসের জন্য বিখ্যাত, পার্লামেন্ট, জাতিসংঘ, পুরস্কার ইত্যাদি থেকে প্রশ্ন চলে আসে। তবে সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক বিষয়াবলি খুবই গুরুত্বপূর্ণ। তিন-চতুর্থাংশ প্রশ্নই থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে। তাই পরীক্ষার চার বা পাঁচ মাস আগে থেকে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো সম্পর্কে জেনে রেখো। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট ভর্তি ও বিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে।
  • ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ বিজ্ঞান, ব্যবসা ও মানবিক—তিন বিভাগের শিক্ষার্থীরাই এই অনুষদের অধীনে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে। গণিত ৩৫, ইংরেজি ৩৫ ও সাধারণ জ্ঞান ৩০—এই তিনটি বিষয়ে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা হয়।

এই অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে। ইংরেজি বিষয়ের সিলেবাস বাকি দুই ইউনিটের মতো হলেও ভোকাবুলারি অংশে বেশি জোর দিতে হবে। সে জন্য ‘ওয়ার্ড স্মার্ট’ বইটি পড়তে পারো। সাধারণ জ্ঞান আগের দুই ইউনিটের মতোই হয়। আর গণিত অংশে কাজের সময়, শতকরা, ভগ্নাংশ, ল. সা. গু, গ. সা. গু, অনুপাত, লাভ-ক্ষতি, আয়-ব্যয়, গড়, বিভাজ্যতা, অসমতা, পরম মান, দূরত্ব, কোণ ইত্যাদি থেকে প্রশ্ন আসে। দেখা যায়, অঙ্ক করার নিয়ম ছোট হলেও প্রশ্ন বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়। তাই এ বিষয়ে দ্রুত সমাধান করা শিখতে হবে। গণিত অংশের জন্য মেন্টরস ম্যাথ প্রশ্নব্যাংক, ম্যানহাটান জিম্যাট (১-৫) থেকে প্রশ্ন সমাধান করতে পারো। সবশেষে শুভকামনা রইল সবার জন্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত