১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। হাতে খুব বেশি সময় নেই। এই অল্প সময়ের ব্যবধানে কীভাবে একটি গোছানো প্রস্তুতি নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিইউপির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মুসাররাত আবির।
শেষ মুহূর্তে এসে নতুন কোনো বিষয় পড়ার মানেই হয় না। তার বদলে আগের পড়া বিষয়গুলো বেশি করে রিভিশন দাও। তা ছাড়া বিগত কয়েক মাস নিশ্চয় অনেক পড়েছ। তাই শেষ কিছুদিন ঠান্ডা মাথায় যে বিষয়গুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের পাশাপাশি পুরোনো বিষয়গুলোই মনোযোগ দিয়ে পড়তে থাকো।
সময়ের দিকে খেয়াল রেখো
অনেক সময় শিক্ষার্থীর জানা প্রশ্নের উত্তরও না লিখে চলে আসতে হয় সময়ের দিকে খেয়াল না রাখার কারণে। তাই শুধু পড়াশোনা করে গেলেই চলবে না, কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার কৌশলও রপ্ত করতে হবে।
পড়াশোনার স্ট্র্যাটেজি
বিইউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থী ভোকাবুলারি নিয়ে অনেক সমস্যায় ভোগে। কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে গিয়ে গ্রামারের অনেক অংশই পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় থাকে না। সে ক্ষেত্রে একটু কৌশলী হয়ে পড়াশোনা করতে হবে। একটি বিষয় আয়ত্ত করতে গিয়ে অন্য বিষয়গুলোর দিকে কম সময় দেওয়া যাবে না। আর যদি দেখো, কোনো একটি বিষয় মনে রাখতে খুব কষ্ট হচ্ছে, তাহলে সেটি বাদ দিয়ে অন্য বিষয় পড়ো। মোদ্দাকথা, সময় নষ্ট করা যাবে না। স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে।
বেশি বেশি প্রশ্ন সমাধান করো
পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। বাজারে মডেল টেস্টের বিভিন্ন বই পাওয়া যায়। সেই বইগুলো সংগ্রহ করে নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা দিয়ে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারো। এতে করে পরীক্ষাভীতি দূর হবে, আর প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন বোঝাটাই সবচেয়ে কঠিন সমস্যা। তাই যত পারো, প্রশ্ন সমাধান করো।
অনুষদভিত্তিক পরামর্শ
এই অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে। ইংরেজি বিষয়ের সিলেবাস বাকি দুই ইউনিটের মতো হলেও ভোকাবুলারি অংশে বেশি জোর দিতে হবে। সে জন্য ‘ওয়ার্ড স্মার্ট’ বইটি পড়তে পারো। সাধারণ জ্ঞান আগের দুই ইউনিটের মতোই হয়। আর গণিত অংশে কাজের সময়, শতকরা, ভগ্নাংশ, ল. সা. গু, গ. সা. গু, অনুপাত, লাভ-ক্ষতি, আয়-ব্যয়, গড়, বিভাজ্যতা, অসমতা, পরম মান, দূরত্ব, কোণ ইত্যাদি থেকে প্রশ্ন আসে। দেখা যায়, অঙ্ক করার নিয়ম ছোট হলেও প্রশ্ন বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়। তাই এ বিষয়ে দ্রুত সমাধান করা শিখতে হবে। গণিত অংশের জন্য মেন্টরস ম্যাথ প্রশ্নব্যাংক, ম্যানহাটান জিম্যাট (১-৫) থেকে প্রশ্ন সমাধান করতে পারো। সবশেষে শুভকামনা রইল সবার জন্য।
১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। হাতে খুব বেশি সময় নেই। এই অল্প সময়ের ব্যবধানে কীভাবে একটি গোছানো প্রস্তুতি নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিইউপির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মুসাররাত আবির।
শেষ মুহূর্তে এসে নতুন কোনো বিষয় পড়ার মানেই হয় না। তার বদলে আগের পড়া বিষয়গুলো বেশি করে রিভিশন দাও। তা ছাড়া বিগত কয়েক মাস নিশ্চয় অনেক পড়েছ। তাই শেষ কিছুদিন ঠান্ডা মাথায় যে বিষয়গুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের পাশাপাশি পুরোনো বিষয়গুলোই মনোযোগ দিয়ে পড়তে থাকো।
সময়ের দিকে খেয়াল রেখো
অনেক সময় শিক্ষার্থীর জানা প্রশ্নের উত্তরও না লিখে চলে আসতে হয় সময়ের দিকে খেয়াল না রাখার কারণে। তাই শুধু পড়াশোনা করে গেলেই চলবে না, কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার কৌশলও রপ্ত করতে হবে।
পড়াশোনার স্ট্র্যাটেজি
বিইউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থী ভোকাবুলারি নিয়ে অনেক সমস্যায় ভোগে। কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে গিয়ে গ্রামারের অনেক অংশই পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় থাকে না। সে ক্ষেত্রে একটু কৌশলী হয়ে পড়াশোনা করতে হবে। একটি বিষয় আয়ত্ত করতে গিয়ে অন্য বিষয়গুলোর দিকে কম সময় দেওয়া যাবে না। আর যদি দেখো, কোনো একটি বিষয় মনে রাখতে খুব কষ্ট হচ্ছে, তাহলে সেটি বাদ দিয়ে অন্য বিষয় পড়ো। মোদ্দাকথা, সময় নষ্ট করা যাবে না। স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে।
বেশি বেশি প্রশ্ন সমাধান করো
পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। বাজারে মডেল টেস্টের বিভিন্ন বই পাওয়া যায়। সেই বইগুলো সংগ্রহ করে নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা দিয়ে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারো। এতে করে পরীক্ষাভীতি দূর হবে, আর প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন বোঝাটাই সবচেয়ে কঠিন সমস্যা। তাই যত পারো, প্রশ্ন সমাধান করো।
অনুষদভিত্তিক পরামর্শ
এই অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে। ইংরেজি বিষয়ের সিলেবাস বাকি দুই ইউনিটের মতো হলেও ভোকাবুলারি অংশে বেশি জোর দিতে হবে। সে জন্য ‘ওয়ার্ড স্মার্ট’ বইটি পড়তে পারো। সাধারণ জ্ঞান আগের দুই ইউনিটের মতোই হয়। আর গণিত অংশে কাজের সময়, শতকরা, ভগ্নাংশ, ল. সা. গু, গ. সা. গু, অনুপাত, লাভ-ক্ষতি, আয়-ব্যয়, গড়, বিভাজ্যতা, অসমতা, পরম মান, দূরত্ব, কোণ ইত্যাদি থেকে প্রশ্ন আসে। দেখা যায়, অঙ্ক করার নিয়ম ছোট হলেও প্রশ্ন বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়। তাই এ বিষয়ে দ্রুত সমাধান করা শিখতে হবে। গণিত অংশের জন্য মেন্টরস ম্যাথ প্রশ্নব্যাংক, ম্যানহাটান জিম্যাট (১-৫) থেকে প্রশ্ন সমাধান করতে পারো। সবশেষে শুভকামনা রইল সবার জন্য।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দি
৮ ঘণ্টা আগেজীবনের প্রতিটি ধাপে ছোট-বড় অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার অস্তিত্ব শুরু হয়েছিল অসাধারণ জয় দিয়ে। আমরা ৪০ কোটি শুক্রাণুর মধ্যে একমাত্র বিজয়ী হয়ে জন্মেছি।
৮ ঘণ্টা আগেঅনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন।
২১ ঘণ্টা আগেএতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে...
২১ ঘণ্টা আগে