বিদেশে উচ্চশিক্ষা: আইএলটিএস ছাড়াই ১২ স্কলারশিপ মধ্যপ্রাচ্যে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ৪৪
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০: ১৭

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ দিনে দিনে বাড়ছে। আর স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া তো তাদের কাছে আরও দারুণ ব্যাপার। তবে এত দিন অনেক শিক্ষার্থীর জন্যই মধ্যপ্রাচ্যে স্কলারশিপ পাওয়া তথা পড়াশোনায় বাধা ছিল ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস পরীক্ষা। 

তবে মধ্যপ্রাচ্যের ১২টি স্কলারশিপে আবেদন করতে আইইএলটিএসের বাধ্যবাধকতা নেই। সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ দেওয়া মধ্যপ্রাচ্যের এমন ১২টি স্কলারশিপ নিয়ে থাকছে আজকের এই আয়োজন।

আইইএলটিএস ছাড়া মধ্যপ্রাচ্যের ১২ স্কলারশিপ

কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান জগৎখ্যাত। এখান বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিংও অনেক ভালো। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০১ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়। তবে এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে আইইএলটিএসের যোগ্যতা বাধ্যতামূলক নয়।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি এবং এমবিএতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে ।

কিং আবদুল্লাহ স্কলারশিপ: সৌদি আরবে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। আইইএলটিএস ছাড়াই বিদেশি শিক্ষার্থীদের দেশটিতে স্নাতকোত্তর, পিএইচডি ও এমবিএতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।

ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা স্কলারশিপ: সৌদি আরবের মদিনায় অবস্থিত বিশ্ববিদ্যালয় হলো ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক শ্রেণিতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়। বিশ্বের র‍্যাঙ্কিংয়ে এটি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি।

মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ: এটি বাহরাইনের একটি আন্তর্জাতিক স্কলারশিপ। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়াশোনার জন্য মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ দেওয়া হয়।

কুয়েত সরকারি স্কলারশিপ: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে কুয়েত উল্লেখযোগ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে কুয়েত সরকারি স্কলারশিপ দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে এই স্কলারশিপের আওতায় পড়াশোনার সুযোগ পায়।

হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: কাতারের এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দেওয়া হয়।

কাতার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: এই স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দেয়।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েটস স্টাডিজ স্কলারশিপ: কাতারের রাজধানী দোহায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার জন্য স্কলারশিপ দেওয়া হয়। তবে এর জন্য আবেদন করতেও আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

সংযুক্ত আরব আমিরত বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়ার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: সংযুক্ত আরব আমিরাতের আরেকটি অন্যতম বিশ্ববিদ্যালয় হলো খলিফা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, প্রি মেডিসিন ব্রিজ প্রোগ্রাম এবং ডক্টর অব মেডিসিনে (এমডি) সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পায়। তবে আগে উল্লেখ করা বিশ্ববিদ্যালয়গুলোর মতো এটিতেও ইংরেজি ভাষায় দক্ষতা পরীক্ষা বা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 

স্কলারশিপের আওতায় থাকা অন্যান্য সুবিধা: ওপরের এই বৃত্তিগুলোর আওতায় শিক্ষার্থীরা বিমানের টিকিট, থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবার সুবিধাসহ মাসিক ভাতাও পাবেন। সেই সঙ্গে প্রতিটি বৃত্তিরই আরও নিজস্ব ক্যাটাগরির বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে শিক্ষার্থীদের জন্য।

আরব দেশের এসব সম্মানজনক স্কলারশিপের জন্য নিজেকে যোগ্য মনে করলে আবেদন করতে পারেন আপনিও। কারণ, এই স্কলারশিপ সব জাতীয়তার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। চলমান ২০২৩-২৪ সেশনে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে দেখুন। 

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত