এডিবি স্কলারশিপে পড়ুন জাপানে

শিক্ষা ডেস্ক
Thumbnail image

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তি প্রোগ্রাম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এডিবি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ (এডিবি–জেএসপি) নামে এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সূর্যোদয়ের দেশ জাপানে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা: এডিবি স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রতিষ্ঠানটি বহন করবে। প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউসিং ভাতা দেওয়া হবে। এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতার ব্যবস্থা।

অধ্যয়নের বিষয়গুলো: এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ ও সমুদ্রবিজ্ঞান।

আবেদনের যোগ্যতা: এ বৃত্তির জন্য আবেদন করতে প্রার্থীকে অবশ্যই এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদনের ধাপসমূহ: প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদনের যোগ্যতা যাচাই করতে পারবেন। আবেদনের যোগ্য হলে সুপারভাইজার হিসেবে একজন ফ্যাকাল্টি মেম্বার খুঁজে নিতে হবে। আবেদন ফরমের তথ্য পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে স্কলারশিপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত