নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অন্যান্য বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্কুলের তালিকায় উঠে এসেছে চট্টগ্রাম মহানগরীর ১০ স্কুলের নাম। বিগত কয়েক বছর ধরে ঘুরে ফিরে ওই সব স্কুলই সেরা দশের তালিকায় উঠে আসছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন নগরীর জামালখান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার প্রতিষ্ঠানটি সেরার তালিকায় চতুর্থ স্থানে ছিল।
অন্যদিকে, প্রতিবার যেখানে শতভাগ পাস এবং জিপিএ-৫ শিক্ষার্থীর দিক থেকে এগিয়ে সেরার তালিকায় থাকত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সেখানে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এবার তালিকার শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে প্রতিষ্ঠানটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ হাজার ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার চতুর্থ অবস্থানে থাকা এ স্কুল এবার রয়েছে সেরার তালিকার প্রথমে। দ্বিতীয় স্থানে কলেজিয়েট স্কুল। তৃতীয় স্থানে আছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবার প্রতিষ্ঠানটি থেকে ৪৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ১ জন ফেল করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন।
অপরদিকে, ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস ও ৩৬৩ জন জিপিএ-৫ পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। ৫ম অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে এবার ৪৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।
পাসের হার ও জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা দশে থাকা নগরীর বাকি পাঁচ বিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন। সপ্তম স্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ৩৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন। অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ৩০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩০২ জন পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।
নবম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। দশম স্থানে আছে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৪৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭০ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।
ফলাফলে দেখা গেছে, এই বছর খাস্তগীর স্কুল থেকে ৪৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫৯ জন। এরপরেই রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলেজিয়েট স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ৪৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪৬ জন।
তবে কলেজিয়েট স্কুল ফলাফলে অনুপাতে এগিয়ে আছে বলে দাবি করেছেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাবোর্ডের ফলাফলে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করলেও ফলাফলের আনুপাতিক হারে আমরা কিন্তু খাস্তগীর স্কুল থেকে কিছুটা এগিয়ে আছি। ওই স্কুলের চেয়ে এবার আমাদের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেই হিসেবে আমাদের জিপিএ-৫ বেশি।
গত বছর ফলাফলে কলেজিয়েট স্কুল প্রথম স্থান দখল করেছিল। এবার পিছিয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, আমাদের স্কুল থেকে শতভাগ পাস করেছে। ৪৬২ জনের মধ্যে ১৬ জন জিপিএ-৫ পায়নি। আমরা প্রত্যাশা করেছিলাম তারাও পাবে। কিন্তু করোনার কারণে এবার সব শিক্ষার্থীদের আমরা ঠিকভাবে মনিটরিংয়ের আওতায় রাখতে পারিনি। তাই এই ১৬ জন আমাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, অভিভাবক ও শিক্ষকদের নিরলস পরিশ্রমের কারণে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবার ভালো ফলাফল করেছে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহেদা আক্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, করোনার মধ্যে শিক্ষার্থীরা অধিকাংশ সময় বাসায় কাটিয়েছে। অভিভাবকেরা কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টা ছিল। যে কারণে এবার আমরা ফলাফলে শীর্ষে উঠে এসেছি।
অন্যান্য বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্কুলের তালিকায় উঠে এসেছে চট্টগ্রাম মহানগরীর ১০ স্কুলের নাম। বিগত কয়েক বছর ধরে ঘুরে ফিরে ওই সব স্কুলই সেরা দশের তালিকায় উঠে আসছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন নগরীর জামালখান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার প্রতিষ্ঠানটি সেরার তালিকায় চতুর্থ স্থানে ছিল।
অন্যদিকে, প্রতিবার যেখানে শতভাগ পাস এবং জিপিএ-৫ শিক্ষার্থীর দিক থেকে এগিয়ে সেরার তালিকায় থাকত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সেখানে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এবার তালিকার শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে প্রতিষ্ঠানটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ হাজার ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার চতুর্থ অবস্থানে থাকা এ স্কুল এবার রয়েছে সেরার তালিকার প্রথমে। দ্বিতীয় স্থানে কলেজিয়েট স্কুল। তৃতীয় স্থানে আছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবার প্রতিষ্ঠানটি থেকে ৪৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ১ জন ফেল করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন।
অপরদিকে, ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস ও ৩৬৩ জন জিপিএ-৫ পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। ৫ম অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে এবার ৪৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।
পাসের হার ও জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা দশে থাকা নগরীর বাকি পাঁচ বিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন। সপ্তম স্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ৩৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন। অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ৩০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩০২ জন পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।
নবম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। দশম স্থানে আছে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৪৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭০ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।
ফলাফলে দেখা গেছে, এই বছর খাস্তগীর স্কুল থেকে ৪৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫৯ জন। এরপরেই রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলেজিয়েট স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ৪৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪৬ জন।
তবে কলেজিয়েট স্কুল ফলাফলে অনুপাতে এগিয়ে আছে বলে দাবি করেছেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাবোর্ডের ফলাফলে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করলেও ফলাফলের আনুপাতিক হারে আমরা কিন্তু খাস্তগীর স্কুল থেকে কিছুটা এগিয়ে আছি। ওই স্কুলের চেয়ে এবার আমাদের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেই হিসেবে আমাদের জিপিএ-৫ বেশি।
গত বছর ফলাফলে কলেজিয়েট স্কুল প্রথম স্থান দখল করেছিল। এবার পিছিয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, আমাদের স্কুল থেকে শতভাগ পাস করেছে। ৪৬২ জনের মধ্যে ১৬ জন জিপিএ-৫ পায়নি। আমরা প্রত্যাশা করেছিলাম তারাও পাবে। কিন্তু করোনার কারণে এবার সব শিক্ষার্থীদের আমরা ঠিকভাবে মনিটরিংয়ের আওতায় রাখতে পারিনি। তাই এই ১৬ জন আমাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, অভিভাবক ও শিক্ষকদের নিরলস পরিশ্রমের কারণে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবার ভালো ফলাফল করেছে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহেদা আক্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, করোনার মধ্যে শিক্ষার্থীরা অধিকাংশ সময় বাসায় কাটিয়েছে। অভিভাবকেরা কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টা ছিল। যে কারণে এবার আমরা ফলাফলে শীর্ষে উঠে এসেছি।
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
১০ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
১৯ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
২০ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে